মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ধর্ষণের অভিযোগ ‘সবচেয়ে হাস্যকর গল্প’

বৃহস্পতিবার, মে ৪, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: নিজের বিরুদ্ধে আনীত ধর্ষণের অভিযোগকে ‘সবচেয়ে হাস্যকর গল্প’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৩ মে) নিউইয়র্কের ম্যানহাটানের ফেডারেল আদালতের বিচারকদের সামনে ভিডিও ভাষণে ডোনাল্ড ট্রাম্প এ মন্তব্য করেন। খবর এনডিটিভির।

সশরীরে উপস্থিত হতে না পারার কারণে ডোনাল্ড ট্রাম্প তার ভিডিও করে তার বক্তব্য আদালতে পাঠান। সেই বক্তব্যে ট্রাম্প দাবি করেন, তার বিরুদ্ধে লেখিকা ই. জ্যঁ ক্যারল ধর্ষণের যে অভিযোগ এনেছেন, তা ‘সবচেয়ে হাস্যকর গল্প।’

২০২৪ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টি থেকে অন্যতম মনোনয়ন প্রত্যাশী। এর আগে, ২০২২ সালের অক্টোবরে দেয়া জবানবন্দিতে ট্রাম্প বলেছিলেন, ‘কয়েক দশক আগে নিউইয়র্ক সিটির বার্গডর্ফ গুডম্যান ডিপার্টমেন্টাল স্টোরের ড্রেসিং রুমে ‘কথিত ধর্ষণের’ ঘটনা কখনোই ঘটেনি।’

বুধবার (৩ মে) দেয়া ভিডিও বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এটি সবচেয়ে হাস্যকর, বিরক্তি একটি গল্প। শুধু এ গল্পটিকে বানানো হয়েছে।’

প্রসঙ্গত, এ মামলা যত দিন চলবে, তত দিন ডোনাল্ড ট্রাম্প আদালতে সশরীরে হাজির হবেন না। মঙ্গলবার (২ মে) ট্রাম্পের কৌঁসুলিরা আদালতকে জানিয়েছেন, এ মামলায় তারা আর কোন সাক্ষীকে ডাকবেন না।

ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা এ ধর্ষণ মামলাটি ছয় দিন ধরে চলছে। অনুমান করা হচ্ছে আরো কয়েক দিন চলতে পারে।

বলে রাখা ভাল, মানহানির জন্য ক্যারলের দায়ের করা দেওয়ানি মামলায় অভিযোগ করা হয়েছে যে, ট্রাম্প ১৯৯০ এর দশকের মাঝামাঝি সময়ে ক্যারলকে ধর্ষণ করেছিলেন। তবে, ক্যারলের অভিযোগের জবাবে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ২০২২ সালের অক্টোবরে শেয়ার একটি পোস্টে দাবি করেন, এ অভিযোগ তার খ্যাতি নষ্ট করার জন্য এবং মামলাটি ‘প্রতারণাপূর্ণ ও মিথ্যা।’

এর আগে, এ মামলার সাক্ষ্য গ্রহণ চলাকালে তিন দিন ধরে দেয়া সাক্ষ্যে ক্যারল বলেছিলেন, ‘১৯৯৫ কিংবা ১৯৯৬ সালের দিকে ট্রাম্প তাকে দেয়ালে চেপে ধরে ধর্ষণ করেছিলেন।’