সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫

শিরোনাম

নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার জামে মসজিদে হযরত শাহজালালের ৭০৪তম ওফাত দিবস পালন

বৃহস্পতিবার, জুন ১৫, ২০২৩

প্রিন্ট করুন

ব্রঙ্কস, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদে সুফি ও দরবেশ হযরত শেখ শাহজালাল মুজার্রাদ ইয়ামনীর (রা.) ৭০৪তম ওফাত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (১১ জুন) নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদ ও আহলে সুন্নাত ওয়াল জামাত ব্রঙ্কস শাখার উদ্যোগে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএর সভাপতি সৈয়দ জুবায়ের আহমদ। নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারের সেক্রেটারি মুহাম্মদ ইকবাল হুসাইনের সঞ্চালনায় ও সভাপতি সৈয়দ জামিন আলীর সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান, মাওলানা শাহান শাহ এহিয়া ও নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদের ইমাম মোসাদ্দিক আহমেদ।

মাহফিল আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারের এসিস্ট্যান্ট সেক্রেটারি শাহ জাকারিয়া, কোষাধ্যক্ষ মোহাম্মদ মাহবুব হোসাইন, সহ কোষাধ্যক্ষ সৈয়দ রাহুল ইসলাম, কার্যকরী সদস্য সৈয়দ ইসাক আলী, মো. আব্দুল হক হেলাল, নজমুল খান, মো. আব্দুল ছালেক, মো. মহি উদ্দিন, লুৎফুর শাহজাহান, মো. আতাউর রহমান।

মাহফিলে হযরত শাহ জালালের (রা.) জীবনের নানা দিক উল্লেখ করে জুবায়ের আহমদ বলেন, ‘মুহাম্মদ (দ.) আমাদের জন্য দুইটি জিনিস রেখে গেছেন। কোরআন ও আল ছুন্নাহ ও তার আহলে বায়াত। মোহাম্মদের (সা.) পর আর কোন নবী আসবে না। শাহ জালাল (রা.) স্বনামখ্যাত আহলে বায়াত। কুরআন-হাদিসের নির্দেশিত পথে চলার মাধ্যমেই ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি লাভ সম্ভব।’

মাহফিলে অন্য বক্তারা বলেন, ‘হযরত শাহ জালালের (রা.) জন্মভূমি ছিল প্রাচীন আরবে আযমের হেজাজ ভূমির তৎকালীন প্রদেশ ইয়ামেন দেশের কুনিয়া নামক শহরে। তিনি ৭০৩ হিজরী মোতাবেক ১৩০৩ খ্রিষ্টীয় সালে ৩২ বছর বয়সে ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন। সিলেটে তার মাধ্যমেই ইসলামের বহুল প্রচার ঘটে। সিলেট বিজয়ের পরে শাহ জালালের (রা.) সঙ্গী-অনুসারীদের মধ্য হতে অনেক পীর-দরবেশ ও তাদের পরে তাদের বংশধররা সিলেটসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে বসবাস ও ইসলাম প্রচার করেন। হযরত শাহ জালালের (রা.) সফরসঙ্গী ৩৬০ জন আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা।’