বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

শিরোনাম

নারজো ৫০এ প্রাইমসহ রিয়েলমির স্মার্টফোন পাওয়া যাচ্ছে দাম ছাড়ে

রবিবার, নভেম্বর ১৯, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি এনেছে দুর্দান্ত সব ছাড়। বেশ কয়েকটি ডিভাইসে পাওয়া যাচ্ছে ক্যাশব্যাক ডিসকাউন্ট। আগামী ২০ নভেম্বর পর্যন্ত শুধুমাত্র রিয়েলমি স্টোরে এই অফার পাওয়া যাবে।

কেভলার প্যাটার্ন ও অ্যালুমিনিয়াম ফ্রেম থাকার কারণে নারজো ৫০এ প্রাইম দেখতে চমৎকার ও ব্যবহারকারীরা একটি প্রিমিয়াম অভিজ্ঞতা পাবেন। এই ফোনে আছে ছয় দশমিক ছয় ইঞ্চি এফএইচডি+ ডিসপ্লে এবং পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। গেমিং ও বিনোদনের জন্য নারজো ৫০এ প্রাইম খুবই ভাল একটি ফোন। এই ফোনে আরো আছে ৫০ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা ও আট মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যার সাহায্যে ক্যামেরাবন্দি করা যাবে নিখুঁত ছবি। ডিভাইসটি এখন পাওয়া যাচ্ছে মাত্র ১৫ হাজার ৯৯৯ টাকায় (ক্যাশব্যাক অফার)।

এছাড়া, রিয়েলমি সি৩০ (ছাড় দাম নয় হাজার ৯৯৯ টাকা), রিয়েলমি সি৩০এস (ছাড় দাম ১১ হাজার ৯৯৯ টাকা) ও রিয়েলমি সি৩৩ (ছাড় দাম ১৫ হাজার ৯৯৯ টাকা) ডিভাইসেও থাকছে এই ক্যাশব্যাক অফার।

তরুণ প্রজন্মের প্রয়োজনকে প্রাধান্য দিতে রিয়েলমি নতুন ‘সিম্পলি বেটার স্ট্র্যাটেজি’ বাস্তবায়ন করছে। এই স্ট্র্যাটেজির মাধ্যমে রিয়েলমি এর ফ্যানদের জন্য উচ্চ মানের স্মার্টফোন আনতে কাজ করছে।

নারজো ৫০এ প্রাইম ও অন্যান্য দুর্দান্ত সব রিয়েলমি ফোন আকর্ষণীয় দামে কেনার এটাই সুযোগ। এছাড়া, গ্রাহকদের জন্য থাকছে সারপ্রাইজ। একজন ভাগ্যবান জয়ী এক লাখ টাকাসহ বিনামূল্যে রিয়েলমি ডিভাইস জেতার সুযোগ পাবেন।