মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

শিরোনাম

নিউইয়র্কের টাইমস স্কয়ারে প্রথম বারের মত উদযাপিত হল শারদীয় দুর্গাপূজা

রবিবার, অক্টোবর ১৩, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: ধমীয় সম্প্রীতি এবং বিশ্বাসী ও ভক্তদের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে প্রথম বারের মত উদযাপিত হয়েছে শারদীয় দুর্গাপূজা। বেঙ্গলী ক্লাব ইউএসএ ও হিন্দু কমিউনিটি অব নিউইয়র্ক এ আয়োজন করে।

নিউইয়র্কের সনাতনী হিন্দু সম্প্রদায়ের উৎসাহ উদ্দীপনায় টাইমস স্কয়ার ভিন্ন রূপ নিয়েছিল। এ শারদীয় উৎসবকে ঘিরে প্রবাসী বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের ঘরে যেমন আনন্দ উৎসব, তেমনই পূজা মন্ডপগুলোতে বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষের সমাগম ঘটে। যেমন ছিল পূজার্চ্চনা, আরতী, তেমনই ছিল দিনভর প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

টাইমস স্কয়ারে দুর্গাপূজা, নবরাত্রি/দুসেরা ২০২৪ উদযাপিত হয় ৫ ও ৬ অক্টোবর শনি ও রোববার।

শনিবার (৫ অক্টোবর) টাইমস স্কয়ারে এ পূজা উদ্বোধন করা হয়। দুই দিনই মন্ডপ খোলা ছিল সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত। পূজার স্থান টাইমস স্কয়ারের ৪৫ ও ৪৬ স্ট্রিটের মাঝে ব্রডওয়ের ওপর। এ দুর্গোৎসবে দশজন বিশিষ্ট প্রবাসী বাঙালিকে সম্মাননা জানানো হয়। তারা হলেন কালী প্রসাদ চৌধুরী, সুশীল সাহা, স্বপন চ্যাটার্জি, রথীন্দ্রনাথ রায়, রতন তালুকদার, কুমার বিশ্বজিত, দেবাশীষ মৃধা, প্রবীর রয়, তাজুল ইমাম ও মনোরঞ্জন চক্রবর্তী (মরণোত্তর)।

এ পূজা ছিল পাওয়ার্ড বাই এটিভি আর মিডিয়িা পার্টনার হিসেবে ছিল সাদা কালো ও বাংলাদেশ প্রতিদিন। শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিতাংশু গুহ।

পূজার প্রধান স্পন্সর আকাশ রহমান ও এশা রহমান বলেন, ‘আগামীতে এ পূজায় আমরা সব সময় পাশে থাকব।’

অনুষ্ঠানে বক্তব্য দেন রতন তালুকদার ও দীনেশ মজুমদার। সঞ্চালনায় ছিলেন শারমিনা সিরাজ।