সিরাকিউস, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের সিরাকিউস শহরে শত শত মানুষের জনসমাবেশে গুলি, ছুরিকাঘাত ও গাড়ির ধাক্কায় অন্তত ১৩ জন আহত হয়েছেন। রোববার (১১ জুন) মধ্যরাতে গোলাগুলি ও ছুরি হামলার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সিরাকিউস পুলিশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে সিরাকিউস পুলিশ লেফটেন্যান্ট ম্যাথিউ মালিনৌস্কি জানান, এ ঘটনায় চারজন গুলিবিদ্ধ ও আহত হয়েছেন, পাঁচজন ছুরিকাঘাত হয়েছেন ও চারজন গাড়িতে আঘাত পেয়েছেন।
তবে, সবার আঘাত তেমন গুরুতর নয় বলে জানান তিনি।
মালিনৌস্কি আরো জানান, রোববার (১১ জুন) দিবাগত রাত ১২টা ২২ মিনিটের দিকে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ডাভিস স্ট্রিট ও মাসিনা স্ট্রিটের সংযোগস্থলের কাছে কয়েক শত মানুষ জড়ো হয়েছিল। পুলিশ ভীড়ের মধ্যে ঢুকলে কয়েকজনকে আহত অবস্থায় দেখতে পান। তাদের কেউ গুলিবিদ্ধ হয়েছেন, কাউকে ছুরিকাঘাত করা হয়েছে। আবার গুলির শব্দ শুনে সেখানে থাকা গাড়িগুলো সরে যাওয়ার সময় ধাক্কা লেগেও কয়েকজন আহত হয়েছেন।।
তবে, এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়েছে কিংবা কোন সন্দেহভাজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে কি না, সে সম্পর্কে কিছু জানায়নি পুলিশ।
এ ঘটনায় তৎপরতার সাথে তদন্ত চলছে বলে জানিয়েছেন ম্যাথিউ মালিনৌস্কি।