শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

শিরোনাম

নিউইয়র্কের সেলিম ফাউন্ডেশনের উদ্যোগে নীলফামারী ও রংপুরে শীতবস্ত্র বিতরণ

সোমবার, জানুয়ারী ২৭, ২০২৫

প্রিন্ট করুন

নীলফামারী: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সেলিম ফাউন্ডেশন ইন্কের উদ্যোগে সম্প্রতি নীলফামারী ও রংপুরের শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন ব্লিং লেদার প্রোডাক্টসের চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান।

তিনি তার মরহুম ভাই মোহাম্মদ সেলিমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন।

এ সময় তারাগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. মনোয়ার হোসেন সুমন, ব্লিং লেদার প্রোডাক্টসের জিএম খালিদ আহসান, হেড অফ ফিনান্স মারুফ চৌধুরী, এইচআর এন্ড অ্যাডমিন ম্যানেজার মো. আব্দুল্লাহ আল ফারুক, নীলফামারী অঙ্কুর সীড এন্ড হিমাগারের ফারুক প্রামানিক ও হায়দার আলী উপস্থিত ছিলেন।

জানা যায়, নীলফামারী ও রংপুরে অঙ্কুর সীড এন্ড হিমাগার, অঙ্কুর স্পেশালাইজড কোল্ড স্টোরেজ ও ব্লিং লেদার প্রোডাক্টস্ লিমিটেডের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সেলিম ২০২৩ সালের ২৩ জানুয়ারি নিউইয়র্কে ইন্তেকাল করেন। মোহাম্মদ সেলিমের অসামান্য অবদানকে সামনে রেখে তার ছোট ভাই নিউইয়র্ক কমিউনিটির প্রিয় মুখ হাসানুজ্জামান হাসানের জ্যেষ্ঠ কন্যা নাওয়াল হাসান নিউইয়র্কে ‘সেলিম ফাউন্ডেশন ইন্ক্’ নামে স্বেচ্ছাসেবী দাতব্য প্রতিষ্ঠান গড়ে তোলেন।