মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫

শিরোনাম

কানেক্টিকাটের স্ট্যামফোর্ডে নিত্য পণ্যের দোকান ‘আপনার বাজার’ উদ্বোধন

রবিবার, জুন ২৫, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের কানেক্টিকাট রাজ্যে যাত্রা শুরু করেছে নিত্য পণ্যের দোকান ‘আপনার বাজার’। উদ্বোধনের দুই দিনের মধ্যেই দোকানটি ক্রেতাদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে। শুক্রবার (২৩ জুন) বিকালে রাজ্যের স্ট্যামফোর্ড সিটির ১৫১ স্প্রুস স্ট্রিটে দোকানটি উদ্বোধন করা হয়।

‘আপনার বাজার’ স্টামফোর্ড সিটির একমাত্র দোকান, যেখানে হালাল মাছ, মাংস ও তরতাজা সবজি পাওয়া যায়। এছাড়াও, এ দোকানে যাবতীয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিও সুলভ দামে পাওয়া যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্টামফোর্ড সিটির মেয়র ক্যারোলিন সিমন্স। বক্তব্য দেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট আছিয়া আক্তার, ভাইস প্রেসিডেন্ট কোরবান আলি শিকদার, স্টোর ম্যানেজার মো. আরিফুল ইসলাম, সিএফও এমরান বকস, ফাউন্ডার মাহমুদুল আলম দিপু, মো. শাহজাহান, নুর উদ্দিন আহমেদ জসিম প্রমুখ।

এ দিকে, দোকান উদ্বোধন উপলক্ষে ক্রেতা সাধারণের জন্য পণ্য কেনার উপর বিশেষ অফার ঘোষণা করেছে দোকান কর্তৃপক্ষ। প্রতি ১০০ ডলারের বাজার কিনলে চার পাউন্ড দেশি ব্রান্ডের ডাল ফ্রি, ২০০ ডলারের বাজার কিনলে দশ পাউন্ড কৃষক ব্রান্ডের চাল ফ্রি, ৩০০ ডলারের বাজার কিনলে ২০ পাউন্ড বাসমতি চাল ফ্রি। এ অফার আগামী আগামী ২২ জুলাই পর্যন্ত চলবে।