নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টুর সাথে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র প্রবাসীদের মত বিনিময় সভা হয়েছে। ব্রঙ্কসের আল আকসা চাইনিজ পার্টি সেন্টারে গেল ৪ সেপ্টেম্বর এ সভার আয়োজন করা হয়।
কমিউনিটি এক্টিভিস্ট মামুন রহমানের সভাপতিত্বে ও শেখ জামাল হুসেন ও রেজা আব্দুল্লাহর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকার সভাপতি আব্দুর রহিম বাদশা, কমিউনিটি এক্টিভিস্ট তোফায়েল আহমেদ চৌধুরী, মোহাম্মদ এন মজুমদার, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, শেখ আতিকুল ইসলাম, সাখাওয়াত আলী, আলী গজনবী, বেলাল আহমেদ, শাহীন কামালী, সোহান আমমেদ টুটুল, শ্যামল কান্তি চন্দ, নূরে আলম জিকু, নুরুল ইসলাম, এমরান আলী টিপু, জুয়েল মইজুর লস্কর, মামুন রহমান, মাকসুদা আহমেদ, জামাল আহমেদ, সাবেক জাতীয় খেলোয়ার বিমল দাস, আবদুর রউফ পাশা।
অনুষ্ঠানে বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকাসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে আবদুর রকিব মন্টুকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
আবদুর রকিব মন্টু বাংলাদেশ অ্যাথলেটিক্সের বর্তমান অবস্থা তুলে ধরে বলেন, ‘অ্যাথলেটিক্সের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারা। কৃতি খেলোয়াড় তৈরিতে ব্যাপক কর্মসূচি নেয়া হয়েছে। অ্যাথলেটিক্সের সার্বিক উন্নতির জন্য শুধু সরকার নয়, বেসরকারী সংস্থা ও প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় অ্যাথলেটিক্সকে সাফল্যের চূড়ায় নিয়ে যাওয়া সম্ভব।’
আবদুর রকিব মন্টু অ্যাথলেটিক্সকে সামনে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, ‘অ্যাথলেটিক্সের সার্বিক উন্নয়নে বাস্তবমুখি পরিকল্পনা নেয়া হয়েছে। আমরা এ লক্ষ্যে যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’
অন্য বক্তারা বলেন, ‘অ্যাথলেট পরিবারের সন্তান আব্দুর রকির মন্টু জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলার মান উন্নয়নে যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছেন।’
অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে আরো ভূমিকা রাখতে আগামী সংসদ নির্বাচনে তাকে তার নিজ এলাকা থেকে মনোনয়ন দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানানো হয়।