বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

নিউইয়র্কে আবাসন সংকট মোকাবিলায় নতুন রেকর্ড

সোমবার, ফেব্রুয়ারী ১৭, ২০২৫

প্রিন্ট করুন

এইচবি রিতা: অ‍্যাডামস্ প্রশাসন শুরু থেকেই আবাসন নির্মাণ ও জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতি গুরুত্ব দিয়ে কাজ করে আসছে। শহরটিকে পরিবার গঠনের জন্য বিশ্বের সেরা স্থান হিসেবে গড়ে তুলতে হলে পাঁচটি বরোর প্রতিটিতে সাশ্রয়ী মূল্যের আবাসন নিশ্চিত করা জরুরি বলে মনে করেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ‍্যাডামস্। কর্মজীবী মানুষ, পরিবার, অভিবাসী ও তরুণদের জন্য যথেষ্ট আবাসন নির্মাণের লক্ষ্য নিয়েই কাজ চালিয়ে যাচ্ছে অ্যাডামস্ প্রশাসন।

গত তিন বছরে প্রশাসনটি প্রতিদিন, নিউইয়র্কবাসীর জন্য আবাসন নির্মাণে সচেষ্ট থেকেছে। এরিক অ‍্যাডামস্ বলেন, ‘গত সপ্তাহে শহরজুড়ে প্রয়োজনীয় সাশ্রয়ী মূল্যের আবাসন নির্মাণে পরপর দুইটি রেকর্ড-ব্রেকিং বছর উদযাপন করেছি। বিশেষ করে, গৃহহীনদের জন্য সর্বাধিক ও সহায়তামূলক আবাসন এবং বয়স্ক নাগরিকদের জন্য রেকর্ড সংখ্যক আবাসন নির্মাণ করা হয়েছে। শুধু আবাসন নির্মাণই নয়, ২০২৪ সালে নিউইয়র্ক সিটির হাউজিং প্রিজারভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (এইচপিডি) সংস্থার মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক মানুষকে নতুন আবাসনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। পাশাপাশি, নিউইয়র্ক সিটি হাউজিং অথোরিটি (এনওয়াইসিএইচএ) জনসাধারণের আবাসনের জন্য ১ দশমিক ৭ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের মেরামত সম্পন্ন করেছে। নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিসেস আশ্রয়কেন্দ্র থেকে রেকর্ড সংখ্যক মানুষকে ভর্তুকিযুক্ত স্থায়ী আবাসনে স্থানান্তর করেছে। বিভিন্ন ভাড়ার ভর্তুকির আওতায় ১৪ হাাজর ৬০০’-এর বেশি পরিবার আশ্রয়কেন্দ্র থেকে নিজেদের বাড়িতে স্থানান্তরিত হয়েছে, যা আগের বছরের তুলনায় ২৪ শতাংশ বেশি।’

অ‍্যাডামস্ বলেন, ‘কিন্তু এই সংখ্যাগুলো শুধুই পরিসংখ্যান নয়- এগুলো হলো বয়স্ক নাগরিকদের জন্য প্রবেশযোগ্য ও সাশ্রয়ী আবাসনের সুযোগ তৈরি করা, পূর্বে গৃহহীন মানুষদের জন্য নিরাপদ ও স্থিতিশীল আবাসনের ব্যবস্থা করা যেখানে সহায়তার নেটওয়ার্কও বিদ্যমান এবং পরিবারগুলোর জন্য নিউইয়র্ক শহরের মতো সেরা একটি স্থানে বসবাস করার স্বপ্ন পূরণের সুযোগ করে দেওয়া।’

শুধু বর্তমান চাহিদা মেটানো নয়, বরং নিউইয়র্কের আবাসন সংকট দীর্ঘ মেয়াদে সমাধানের জন্য প্রশাসন উচ্চাভিলাষী পরিকল্পনা হাতে নিয়েছে। গত মাসে স্টেট অফ দ্য সিটি ভাষণে ‘ম্যানহাটন প্ল্যান’ উন্মোচন করা হয়েছে, যার আওতায় ম্যানহাটনে ১ লাখ নতুন আবাসন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর ফলে আগামী দশকে ম্যানহাটনের মোট আবাসন সংখ্যা ১০ লক্ষে পৌঁছাবে।

অ‍্যাডামস্ বলেন, ‘এছাড়া ‘সিটি অব ইয়েস ফর হাউজিং অপরচুনিটি’ পরিকল্পনার মাধ্যমে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করে আগামী ১৫ বছরে ৮০ হাজার নতুন আবাসন নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ‘সিটি অব ইয়েস ফর ফ্যামিলিজ’ উদ্যোগের মাধ্যমে পরিবারবান্ধব আবাসন তৈরি করা হবে, যেখানে লাইব্রেরির সঙ্গে যুক্ত আবাসন ও গণপরিবহনের নিকটবর্তী আবাসন অন্তর্ভুক্ত থাকবে। শহরের প্রতিটি ব্লক, প্রতিটি পাড়া ও প্রতিটি বরোতে নতুন আবাসন নির্মাণের লক্ষ্যে ‘এভরিথিং, এভরিহোয়ার, ওল এ‍্যাট ওয়ানস্’ কৌশল গ্রহণ করা হয়েছে।’

প্রশাসন কেবল আবাসনের ক্ষেত্রেই নয়, বরং কর্মসংস্থানের ক্ষেত্রেও ধারাবাহিক রেকর্ড গড়ছে। গত মাসে নিউ ইয়র্ক সিটিতে সর্বোচ্চ কর্মসংস্থানের রেকর্ড করা হয়েছে, যা প্রশাসনের জন্য অষ্টম বারের মতো একটি বড় অর্জন।

তবে, অ‍্যাডামস্ জানান, নিউইয়র্কবাসীর জীবনে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে এবং অনেক পরিবার এখনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। প্রশাসন প্রতিদিন নিউইয়র্কবাসীর ভবিষ্যতের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে কাজ করছে, যাতে শহরটি পরিবার গঠনের জন্য বিশ্বের সেরা স্থান হয়ে ওঠে এবং প্রতিটি বাসিন্দা এখানে তাদের আমেরিকান স্বপ্ন গড়ে তুলতে পারে।