নিউইয়র্ক: রমজানের শিক্ষা ও মানবিক মূল্যবোধকে সমাজের সব স্তরে ছড়িয়ে দিতে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে বিশেষ ইনক্লুসিভ ইফতার ২০২৫।
বৃহস্পতিবার (২০ মার্চ) জ্যাকসন হাইটসের পিএস ৬৯ ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত হয় এই ইফতার আয়োজন। আন্ত:ধর্মীয় এ ইফতার আয়োজনের মূল উদ্যােক্তা ছিলেন কুইন্স কাউন্টি কমিটির সদস্য আবু জাফর মাহমুদ, কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান ও এলমহার্স্ট হাসপাতাল।
আন্ত:ধর্মীয় এ ইফতার আয়োজনে প্রবাসী বাংলাদেশিসহ নিউইয়র্কের বিভিন্ন জায়গা থেকে আসা স্প্যানিশ, আফ্রিকান, ভারতীয়, রোমানীয়সহ এথনিক কম্যুনিটির প্রগতিশীল ৬টি বিশাল সাংগঠনিক শক্তির প্রতিনিধি ও নেতৃবৃন্দ এবং ১৫ জন সিটি কাউন্সিল ও অ্যাসেম্বলি মেম্বার, এল জি বিডি কমিউনিটির প্রতিনিধিরাসহ প্রায় ২ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
এ ইফতার মাহফিলে সৌহার্দপূর্ণ দৃষ্টান্ত সৃষ্টিকারী মূল প্রকাশশক্তি ছিল বাংলা সিডিপ্যাপের রোজাদার সদস্য ও স্পেনিশ সদস্যরা। বাংলা সিডিপ্যাপের রোজাদার কর্মী এ স্প্যানিশ কর্মীরা অনুষ্ঠানে বিভিন্ন জাতি গোষ্ঠী, এথনিক কমিউনিউটির মানুষদের সাথে ভাব বিনিময় করেন।
অনুষ্ঠানের শুরুতে রোজাদারদের জন্য দোয়া পড়ান ইমাম আব্দুস সাদেক।
এ সময় ইন্টারফেইথ ইফতার আয়োজনকে সব জাতিগোষ্ঠীর পারস্পরিক ভ্রাতৃত্বের এক অনুপম দৃষ্টান্ত উল্লেখ করে আবু জাফর মাহমুদ বলেন, ‘এখানে রমজানের ইফতার অনুষ্ঠানে যে পারস্পরিক বন্ধন ও যোগাযোগ গড়ে উঠলো তা গোটা কমিউনিটির জন্য অনেক বড় অর্জন।’
তিনি আরো বলেন, ‘আজকে এই আর্ন্ত:ধর্মীয় এই ইফতার আয়োজনের মধ্য দিয়ে নিউইয়র্কে বসবাসরত বিভিন্ন ধর্ম ও জাতি গোষ্ঠী আমাদের শক্তি ও একাত্মতা দেখেছে। একই সাথে তাদের সাথে যে বাংলাদেশিদের মেলবন্ধন তাও প্রকাশ্যে এসেছে।’
শেখর কৃষ্ণান বলেন, ‘এই ইনক্লুসিভ ইফতার আসলে জ্যাকসন হাইটস ও এলমার্স্টতে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে বন্ধন, পারস্পরিক শ্রদ্ধাবোধের প্রতিফলন ঘটায়। এটি বিশ্বের মধ্যে অন্যতম এলাকা যেখানে এক সাথে বহু জাতিগোষ্ঠী ও সত্তা বছরের পর বছর বসবাস করছে।’
ইফতার অনুষ্ঠানে মুসলীম ধর্মাবলম্বীকে রমজানে জন্য শুভ কামনা জানান নিউইয়র্ক স্টেটের অ্যাসেম্বলি ওমেন জেসিকা গঞ্জালেস রোজাস।