বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

শিরোনাম

নিউইয়র্কে ঈদুল ফিতর উদযাপন

বুধবার, এপ্রিল ২, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যথাযথ মর্যাদায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

রোববার (৩০ মার্চ) ঈদুল ফিতরের নামাজ ব্রঙ্কসের বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয়।

পার্কচেস্টারের বেশকটি মসজিদে ঈদের জামাত হয়।

শাহ জালাল জামে মসজিদ, পার্কচেস্টার জামে মসজিদ, পিআইবির জামে মসজিদ, বায়তুল আমান জামে
মসজিদ, বিলাল জামে মসজিদ, আফ্রিকান জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

বাংলাবাজার জামে মসজিদের আয়োজনে পিএস ১০৬ স্কুল মাঠে প্রায় সহস্রাধিক বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লি অংশ নেন। মাঠে মহিলাদের নামাজের জন্য আলাদা ব্যবস্থা করা হয়। বাংলাবাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল কাসেম ইয়াহিয়া নামাজের ইমামতি করেন।

নামাজ শেষে দেশ জাতি ও মসজিদের সাথে সংলিষ্ট ব্যক্তিবর্গের জন্য বিশেষ দোয়া মুনাজাত করা হয়।