নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ অ্যাসোসিয়েশন ইউএসএ সাউদার্ন নিউইয়র্ক ডিভিশনের সভাপতি ড. জর্জ এ গারল্যান্ডের সঙ্গে শিক্ষার্থীদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এলহাম একাডেমির আয়োজনে জামাইকার ১৬৫তম স্ট্রিট এলাকায় এই বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এ সসয় জর্জ এ গারল্যান্ড শিক্ষার্থীদের সঙ্গে এসডিজি নিয়ে প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক আলোচনা করেন।
ড. গারল্যান্ড এসডিজির গুরুত্ব ও তা বাস্তবায়নের সম্ভাব্য উপায় তুলে ধরেন। তিনি বলেন, ‘একটি টেকসই ও সমতাভিত্তিক ভবিষ্যৎ গড়ে তুলতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
জর্জ গারল্যান্ড আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলা, মানসিক স্বাস্থ্য সচেতনতা, শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ এবং পরিবেশ রক্ষা- এই সব ক্ষেত্রেই তরুণদের উদ্ভাবনী উদ্যোগ বিশ্বকে এগিয়ে নিতে পারে।’
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে নিজেদের পরিকল্পনা ও উদ্যোগ তুলে ধরেন। বৃক্ষরোপণ, পুনর্ব্যবহার কর্মসূচি, মানসিক স্বাস্থ্য সচেতনতা প্রচারণা ও শিক্ষা উন্নয়নের মত প্রকল্পের পরিকল্পনা করেন তারা।
ড. গারল্যান্ড শিক্ষার্থীদের প্রকল্পগুলোতে দিকনির্দেশনা দিয়ে তাদের আরও উৎসাহ দেন।
আলোচনার শেষে শিক্ষার্থীরা এসডিজি লক্ষ্যমাত্রা পূরণে নিজেদের ভূমিকা রাখার অঙ্গীকার করেন।
আয়োজকরা ড. গারল্যান্ডের প্রতি কৃতজ্ঞতা জানান।