রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫

শিরোনাম

নিউইয়র্কে কচি কণ্ঠের আসরের ৪৯ বছর পূর্তি উদযাপন

শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রে নিজেদের ৪৯ বছর পূর্তি উদযাপন করেছে শিশু-কিশোরদের নিয়ে সংগঠন ‘কচি কণ্ঠের আসর’।

বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, নেপাল, ভুটান, ভারত ও আফ্রিকার কয়েকটি দেশের দরিদ্র শিশুদের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয় সংগঠনটি।

রোববার (২৯ ডিসেম্বর) নিউইয়র্কের ওয়ার্ল্ডফেয়ার মেরিনা পার্টি হলে দিনটি উপলক্ষ্যে সাংস্কৃতিক আয়োজন করেন তারা। এতে স্প্যানিশ, আফ্রিকান, ভারতীয় ও বাংলাদেশি শিশু-কিশোররা নাচ, গান ও আলোচনায় অংশ নেয়।

কচি কণ্ঠের আসরের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট হেমায়েত হোসেইন বলেন, ‘আমরা কাজ করছি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুদের নিয়ে। তাদের নিজ নিজ মা-বাবার সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে রাখতে কাজের পাশাপাশি স্বাস্থ্যসম্মত পরিবেশে বেড়ে উঠার ক্ষেত্রে নানা দিক-নির্দেশনা দিয়ে আসছি। শিক্ষা গ্রহণের সুযোগ-সুবিধা পেতেও আমরা পরামর্শ দিই।’

গত ৪৯ বছরে সংগঠনটি কয়েক লাখ শিশুকে সহায়তা দিয়েছে এবং বাংলাদেশ, ভারত, নেপাল ও দক্ষিণ আফ্রিকায় এখনও নানা কর্মসূচি চলছে বলে জানান তিনি।

হেমায়েত হোসেইন বলেন, ‘২০০১ সালে আমরা যুক্তরাষ্ট্রে কচি কণ্ঠের আসরের কার্যক্রম শুরু করেছি। এ যাবত আটটি রাজ্যে কচি কণ্ঠের আসরের কার্যক্রম সম্প্রসারিত হয়েছে। সদস্য হিসেবে ইতোমধ্যে তালিকাভুক্ত হয়েছে ১০ হাজার শিশু-কিশোর।’

অনুষ্ঠানে সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্য-কর্মকতাদের পরিচয় করিয়ে দেওয়া হয়। তারা হলেন প্রধান কার্যনির্বাহী ও ভাইস প্রেসিডেন্ট হাসিব এ হোসেইন, আন্তর্জাতিক সম্পর্ক ও জনসংযোগ বিষয়ক পরিচালক হোমায়রা হোসেইন, নির্বাহী পরিচালক মো. ইকবাল হোসেন, ভাইস প্রেসিডেন্ট শামসুন এ চৌধুরী, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক পরিচালক শাহীন এ চৌধুরী, সাংস্কৃতিক বিষয়ক পরিচালক চন্দন চৌধুরী, কর্মসূচি সম্পর্কিত পরিচালক নূর এম মুয়ীদ, পরিচালক নাসরীন সুলতানা ও শাহিদা আরবী।