নিউইয়র্ক: নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২১ মার্চ) উডসাইটের গুলশান টেরেসে আয়োজিত এ ইফতার মাহফিলে বাংলাদেশি কমিউনিটির নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে সিয়ামের গুরুত্ব, ভ্রাতৃত্ববোধ ও কমিউনিটির ঐক্য নিয়ে আলোচনা করা হয়। ইফতারের আগে বিশেষ দোয়ায় বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্সের প্রেসিডেন্ট তোফায়েল চৌধুরী বলেন, ‘ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, বরং কমিউনিটির সবার সাথে ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে এ আয়োজন।’
ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অক্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।