বুধবার, ০২ এপ্রিল ২০২৫

শিরোনাম

নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

শনিবার, মার্চ ২৯, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্ক: নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (২১ মার্চ) উডসাইটের গুলশান টেরেসে আয়োজিত এ ইফতার মাহফিলে বাংলাদেশি কমিউনিটির নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে সিয়ামের গুরুত্ব, ভ্রাতৃত্ববোধ ও কমিউনিটির ঐক্য নিয়ে আলোচনা করা হয়। ইফতারের আগে বিশেষ দোয়ায় বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্সের প্রেসিডেন্ট তোফায়েল চৌধুরী বলেন, ‘ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, বরং কমিউনিটির সবার সাথে ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে এ আয়োজন।’

ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অক্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরো পড়ুন

ঢাকা: যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে দেশজুড়ে পালিত হচ্ছে মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদের নামাজ পরবর্তী বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং ফিলিস্তিনে নির্যাতিত মুসলিমদের ওপর আল্লাহর রহমত প্রার্থনা করা হয়। সোমবার (৩১ মার্চ) সকাল ৭টায় বায়তুল মোকাররমে প্রথম জামাত শুরু হয়। মোনাজাতের মাধ্যমে নামাজ শেষ হয় সকাল সাড়ে ৭টায়। পরবর্তী সকাল ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে আরও চারটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী। মুকাব্বির ছিলেন অবসরপ্রাপ্ত মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান। দুই রাকাত ওয়াজির নামাজের পর খুতবা দেন ইমাম, এরপর হয় মোনাজাত। মোনাজাতে গুনাহ মাফের জন্য মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানানো হয়। মুসল্লিরা অনেকেই চোখের জলে আল্লাহর ক্ষমা প্রার্থনা করেন। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। বর্তমান সরকারের জন্য দোয়া করা হয়। একই সঙ্গে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য আল্লাহর রহমত কামনা করেন মুসল্লিরা। প্রথম জামাত শেষে মুসল্লিদের একে অপরের সঙ্গে কোলাকুলি করতে দেখা গেছে। মসজিদ চত্বরে মুসল্লিদের সেলফিতে মেতে উঠতে দেখা যায়। সারাদেশে আজ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।