নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের (বিএসিসি) আয়োজনে ১০তম ইন্টারফেইথ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত সপ্তাহে নিউইয়র্কের ব্রঙ্কসের খলিল হালাল চাইনিজ রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হায়।
অনুষ্ঠানে বিভিন্ন ধর্ম, সংস্কৃতি ও সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নজরুল হক এবং এ ইসলাম মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে নিউইয়র্ক সিটির মেয়র অফিসের প্রতিনিধি আলেনা ডস এবং ব্রঙ্কস বোরো প্রেসিডেন্ট অফিসের প্রতিনিধি ডেভিড আহমেদ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন। এছাড়া, সিটি কাউন্সিল মেম্বার রাফায়েল সালামাঙ্কা ও আমান্দা ফারিয়া বিশেষ অতিথি ছিলেন অনুষ্ঠানে।
অনুষ্ঠানে স্টেট সিনেটর নাটালিয়া ফার্নাদেসের পক্ষ থেকে জনসেবার জন্য নারী সংগঠক ফারমিস আখতারকে সম্মাননা স্মারক দেওয়া করা।