মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫

শিরোনাম

নিউইয়র্কে জনসেবায় সম্মাননা পেলেন ফারমিস আখতার

শুক্রবার, মার্চ ২৮, ২০২৫

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের (বিএসিসি) আয়োজনে ১০তম ইন্টারফেইথ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত সপ্তাহে নিউইয়র্কের ব্রঙ্কসের খলিল হালাল চাইনিজ রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হায়।

অনুষ্ঠানে বিভিন্ন ধর্ম, সংস্কৃতি ও সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নজরুল হক এবং এ ইসলাম মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

অনুষ্ঠানে নিউইয়র্ক সিটির মেয়র অফিসের প্রতিনিধি আলেনা ডস এবং ব্রঙ্কস বোরো প্রেসিডেন্ট অফিসের প্রতিনিধি ডেভিড আহমেদ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন। এছাড়া, সিটি কাউন্সিল মেম্বার রাফায়েল সালামাঙ্কা ও আমান্দা ফারিয়া বিশেষ অতিথি ছিলেন অনুষ্ঠানে।

অনুষ্ঠানে স্টেট সিনেটর নাটালিয়া ফার্নাদেসের পক্ষ থেকে জনসেবার জন্য নারী সংগঠক ফারমিস আখতারকে সম্মাননা স্মারক দেওয়া করা।

আরো পড়ুন

ঢাকা: যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে দেশজুড়ে পালিত হচ্ছে মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদের নামাজ পরবর্তী বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং ফিলিস্তিনে নির্যাতিত মুসলিমদের ওপর আল্লাহর রহমত প্রার্থনা করা হয়। সোমবার (৩১ মার্চ) সকাল ৭টায় বায়তুল মোকাররমে প্রথম জামাত শুরু হয়। মোনাজাতের মাধ্যমে নামাজ শেষ হয় সকাল সাড়ে ৭টায়। পরবর্তী সকাল ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে আরও চারটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী। মুকাব্বির ছিলেন অবসরপ্রাপ্ত মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান। দুই রাকাত ওয়াজির নামাজের পর খুতবা দেন ইমাম, এরপর হয় মোনাজাত। মোনাজাতে গুনাহ মাফের জন্য মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানানো হয়। মুসল্লিরা অনেকেই চোখের জলে আল্লাহর ক্ষমা প্রার্থনা করেন। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। বর্তমান সরকারের জন্য দোয়া করা হয়। একই সঙ্গে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য আল্লাহর রহমত কামনা করেন মুসল্লিরা। প্রথম জামাত শেষে মুসল্লিদের একে অপরের সঙ্গে কোলাকুলি করতে দেখা গেছে। মসজিদ চত্বরে মুসল্লিদের সেলফিতে মেতে উঠতে দেখা যায়। সারাদেশে আজ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।