নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: প্রতি বারের মত এবারও গোল্ডেন এইজ ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডে ছিল জনপ্রিয় তারকাদের উপস্থিতি। গত ১৮ জানুয়ারি সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স থিয়েটার মিলনায়তনে তাদের পারফরমেন্স আর অ্যাওয়ার্ড নেয়ার পর তাদের অনুভূতি, অন্যান্য শিল্পী কলাকুশলীদের পরিবেশনা উপভোগ করেন নিউইয়র্ক ও এর আশেপাশের বিভিন্ন স্টেটের সংস্কৃতমনা মানুষ। সুন্দর এ আয়োজনের উদ্যোগে ছিল নিউইয়র্কের সাংস্কৃতিক সংগঠন শো টাইম মিউজিক।
অনুষ্ঠানের প্রথমেই শীত আর বৃষ্টি উপেক্ষা করে ঢালিউড অ্যাওয়ার্ড উপভোগ করতে আসায় সবাইকে ধন্যবাদ জানান শো টাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম।
মডেলিং দিয়ে শুরু হয় অনুষ্ঠান। ছিল নাচ, ছিল গান। আর তাতে বিমোহিত দর্শক-শ্রোতা। এর ফাঁকে ফাঁকে ছিল অ্যাওয়ার্ড প্রদান। নিউইয়র্কের স্বনামধন্য কমিউনিটি অ্যাক্টিভিস্টরা ২৭ জন শিল্পী-কলাকুশলীর হাতে তুলে দেন তাদের ভাল কাজের স্বীকৃতি তথা অ্যাওয়ার্ড। এবারের ঢালিউড অ্যাওয়ার্ড পেয়েছেন সেরা অভিনেত্রী ওয়েব দীঘি (গাইয়ান), সেরা অভিনেতা ওয়েব ফিল্ম মামনুন ইমন (মায়া), সেরা নাট্য অভিনেত্রী সাফা কবির (বেড নং ৩), সেরা নাট্য অভিনেতা জিয়াউল হক পলাশ (শেষমেশ), সেরা ওটিটি ওয়েব সিরিজ জিয়াউল ফারুক অপূর্ব (গোলাম মামুন), লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অমিত হাসান, সেরা অ্যাঙ্কর নীল হুরের জাহান, সেরা লোক গায়ক বিন্দু কণা, সেরা লোক গায়ক অনন্যা ইয়াসমিন অংকন, শ্রেষ্ঠ লালন গায়ক লায়লা, বিশেষ পুরস্কার সঙ্গীত প্রতিক হাসান, বিশেষ পুরস্কার সঙ্গীত সেলিম চৌধুরী, সেরা অভিনেত্রী ২০২৪ থিয়েটার এবং মিডিয়া জেরিন কাশফি রুমা, বিশেষ পুরস্কার বিষয়বস্তু নির্মাতা রবিন রাফান, মেগা সিরিয়ালের সেরা অভিনেত্রী লামিমা লাম (ব্যাচেলর পয়েন্ট), সেরা নাট্য অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া, সেরা গায়ক ইউএসএ শামীম সিদ্দিকী, লিমন চৌধুরী, জারিন মাইশা, বিশেষ পুরস্কার প্রিসিলা (ইউটিউব সুপারস্টার), বছরের সেরা উদ্যোক্তা পুরস্কার শাহ নওয়াজ, নারী উদ্যোক্তা পুরস্কার শাহজাদী পারভিন, অনুভা শাহীন হোসেন, নারী উদ্যোক্তা পুরস্কার মুনমুন হাসিনা বারী, ঢালিউড উদ্যোক্তা পুরস্কার নুরুল আমিন বাবু, নুরুল আজিম ও মো. খলিলুর রহমান।