মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫

শিরোনাম

নিউইয়র্কে তৌকির আহমদের নির্দেশনায় ‘তীর্থযাত্রী’ মঞ্চস্থ

রবিবার, মার্চ ১৯, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদের নির্দেশনায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মঞ্চস্থ হয়েছে মঞ্চনাটক ‘তীর্থযাত্রী’। নিউইয়র্কের বাংলা সংস্কৃতি কেন্দ্রের পরিবেশনায় এ নাটকটি মঞ্চস্থ করেছে তৌকির আহমেদের প্রতিষ্ঠান ‘নক্ষত্র’। লেখক হুমায়ুন কবির রচিত ‘তীর্থযাত্রী তিনজন তার্কিক’ অবলম্বনে এ নাটকটি করেছেন নিউইয়র্কের একঝাঁক নিবেদিতপ্রাণ নাট্যকর্মী।

শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় নিউইয়র্কের কুইন্স থিয়েটারের প্রধান মিলনায়তনে দর্শনির বিনিময়ে নাটকটি মঞ্চস্থ হয়। নাটকটি দেখতে হলে ভীড় জমায় দর্শরা। হলে দর্শকদের উপচে পড়া ভীড় ছিল। অনেকে দাঁড়িয়ে উপভোগ করেছেন নাটকটি। দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে ‘তীর্থযাত্রী।’

নাটকটির সফলতা দেখে তৌকির আহমেদ বলেন, ‘যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্যেও নাটকটিকে মঞ্চস্থ করতে চাই।’ এ জন্য সবার সহযোগিতা চান তিনি।

হুমায়ুন কবিরের সাথে ‘তীর্থযাত্রী’র নাট্যরূপ দিয়েছেন তৌকির আহমেদ। অভিনয় করছেন জাকির আহমেদ রনি, কামাল হোসাইন, আহমেদ নাসিম, শুক্লা রায়, মমিনুল বসুনিয়া, প্রতিমা সুমি, নাসিম আহমেদ মিল্টন, লায়লা ফারজানা, শরীফ হোসেন, মিলাদুন নাহার এ্যানি, আইনুল ইসলাম অপু, হীরা চৌধুরী, হৃদয় অনির্বাণ খন্দকার, মারুতি মোহন বিশ্বাস।

প্রযোজনা অধিকর্তা হিসেবে আছেন বাশিরুল হক ও আবু হুসাইন বকুল। ব্যবস্থাপনায় আছেন রহমতউল্লাহ তুহিন। এছাড়া, প্রধান সমন্বয়কারী জাকির হোসেন রনি।