নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রে বাংলা নাটকের জনপ্রিয়তা বাড়াতে দুই দিনের নাট্য-কর্মশালা করেছে ‘থিয়েটার-৭১’।
শনি (৭ ডিসেম্বর) ও রোববার (৮ ডিসেম্বর) নিউইয়র্কের হিল সাইড অ্যাভিনিউতে মঞ্চনাটকের উপর দিনব্যাপী এ কর্মশালায় অর্ধশতাধিক অভিনয়শিল্পী অংশ নেন।
অভিনয়, শুদ্ধ উচ্চারণ, সংলাপ প্রক্ষেপণ, সেট, মিউজিক, লাইট, মেকআপ ও কস্টিউম ইত্যাদি ছিল কর্মশালার বিষয়। কর্মশালা পরিচালনার দায়িত্বে ছিলেন অভিনেতা ও উপস্থাপক খাইরুল ইসলাম পাখি।
প্রশিক্ষক হিসেবে ছিলেন তৌকির আহমেদ, রোকেয়া রফিক বেবী, লুৎফুন নাহার লতা, শিরিন বকুল, গোলাম সরোয়ার হারুন, মিথুন আহমেদ ও বন্যা মির্জা। এছাড়া বিশেষ সেশনে ছিলেন লেখক ও অভিনেত্রী এলাইনা ফ্রিম্যান।
আয়োজনে সহযোগিতা করেন সাংস্কৃতিক সংগঠন ‘কৃষ্টি’র সীতেশ ধর ও ‘সাপ্তাহিক নবযুগ’ পত্রিকার সম্পাদক প্রকাশক সাহাবউদ্দিন সাগর।
আয়োজকরা জানান, জীবনধর্মী নাটক সহজ সরল ভাষায় মঞ্চায়নের মধ্যদিয়েই দর্শক আকৃষ্ট করা সহজ হয়। এতে ভিন্ন ভাষাভাষী এমনকি নতুন প্রজন্মের বাঙালিরাও আকৃষ্ট হতে পারে।
এক্ষেত্রে নাটকের সংলাপ প্রবাস প্রজন্মের কাছে আরো গ্রহণযোগ্য করে তুলতে ইংরেজি সংযোজনেরও পরামর্শ দিয়েছেন কেউ কেউ।