বুধবার, ০৭ মে ২০২৫

শিরোনাম

নিউইয়র্কে দ্বিতীয় বারের মত অনুষ্ঠিত হল রিয়েল এস্টেট এক্সপো

মঙ্গলবার, মে ৬, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির সক্রিয় অংশগ্রহণে দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হয়েছে ইউএসবিসিসিআই আয়োজিত রিয়েল এস্টেট এক্সপো ২০২৫। গত শনিবার (৩ মে) লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই এক্সপো। রিয়েল এস্টেট ব্যবসায়ের সঙ্গে জড়িত দেশি-বিদেশি অর্ধশতাধিক প্রতিষ্ঠান এতে অংশ নেয়।

এক্সপোর উদ্বোধন করেন ইউএসবিসিসিআইয়ের সভাপতি লিটন আহমেদ। ফাহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলীম্যান ও সিটি মেয়র পদে ডেমোক্রেটিক প্রাইমারির প্রার্থী জোহরান মামদানী, ইউএসবিসিসিআইয়ের পরিচালক আহাদ আলী, ইসমাইল হোসেন বক্তব্য দেন।

বক্তারা বলেন, ‘এই আয়োজন শুধু একটি বাণিজ্যিক মেলা নয়, এটি ছিল অভিবাসী বাংলাদেশিদের স্বপ্নপূরণের পথে একটি নতুন ধাপ, যেখানে তথ্য, সংযোগ ও সহযোগিতা- সবকিছুই মিলে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।

এক্সপোতে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হওয়া ছয়টি সেমিনারে বাড়ি কেনাবেচা, মর্টগেজ, লোন, আইনগত দিকসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ইসলামী শরীয়াহ ভিত্তিক ফাইন্যান্সিং নিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

ব্যাংক, মর্টগেজ কোম্পানি ও এটর্নি অফিসের প্রতিনিধিদের উপস্থিতিতে এক্সপোটি হয়ে ওঠে একটি পূর্ণাঙ্গ রিয়েল এস্টেট ও ফাইন্যান্স সম্মেলন। যারা রিয়েল এস্টেট ব্যবসায় সফল হয়েছেন, তাদের হাতে সম্মাননা ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। নতুন সদস্যদের স্বীকৃতি প্রদানও ছিল এক্সপোর অংশ।