রবিবার, ০৪ মে ২০২৫

শিরোনাম

নিউইয়র্কে নীলফামারীর তিন ব্যক্তিকে সংবর্ধনা দিল বৃহত্তর রংপুর সমিতি

বুধবার, জানুয়ারী ২৫, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক: নিউইয়র্ক আগমন উপলক্ষে নীলফামারী জেলার তিনজন স্বনামধন্য ব্যক্তিকে সংবর্ধনা দিয়েছে বৃহত্তর রংপুর জনকল্যাণ সমিতি। এ উপলক্ষে শনিবার (২১ জানুয়ারী) সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধিতরা হলেন নীলফামারী নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, সমাজসেবক আব্দুল ওয়াহেদ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা শামসুল ইসলাম ও ঝাড়বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গণি খান।

সংগঠনের সভাপতি খতিব উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন।

সংগঠনের সাধারণ সম্পাদক নূর ইসলাম বর্ষণের পরিচালনায় সভায় বক্তব্য দেন মোহাম্মদ মীর রশিদ, মোশারফ হোসেন, ওয়াহিদুল ইসলাম, আবদুর রহিম, রোকনুজ্জামান রোকন, সাবিহা, পিয়া, সুলতানা, নাজমা খাতুন।

সংবর্ধিত অতিথিরা বলেন, ‘বৃহত্তর রংপুর সমিতির মহৎ কাজে আমরা অভিভূত। আমরা সমিতির সাথে একত্মতা ঘোষণা করলাম।’

খতিব উদ্দিন বলেন, ‘১৯৯৩ সালে বৃহত্তর রংপুর জনকল্যাণ সমিতি প্রতিষ্ঠিত হয়। জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত আমরা জনকল্যাণে কাজ করে যাচ্ছি। এর আগে উলিপুরের চারটি পরিবারকে রিক্সা দেয়া হয়েছে। ডোমারে দুস্থ মহিলাদের পূর্ণবাসনের জন্য আটটি সেলাই মেশিন দেয়া হয়েছে। সমিতির উপদেষ্টা ডাক্তার রেহেনা জামানের অর্থায়নে প্রতি বছর দশজন গরীব মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি দেয়া হয়। এ ছাড়া, বন্যায় ত্রাণ সামগ্রী, অন্ধ লোকের মাঝে লাঠি বিতরণসহ শীতবস্ত্র বিতরণ করা হয়।’

অনুষ্ঠানে জানানো হয়, এবারের শীতে খতিব উদ্দিন সরকার নিজে উপস্থিত থেকে উলিপুর, ডোমার, চিলমারি, চিলাহাটি, নীলফামারী জেলায় শীতার্থ মানুষের মাঝে বিপুল পরিমাণ শীতবস্ত্র বিতরণ করেন। বৃহত্তর রংপুর সমিতির কার্যক্রম মানব সেবায় নিয়োজিত, এটা আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।