নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: পদ্মা মাল্টিপারপাস ব্রীজ প্রজেক্ট পরিচালক মো. সফিকুল ইসলামকে নাগরিক সংবর্ধনা দিয়েছে বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র। গেল ২৭ আগস্ট সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
সংগঠনের সভাপতি মো. ইনামুল হক এমডির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. এ ছিদ্দিক পাটোয়ারী ও সহ সাধারণ সম্পাদক সোহেল গাজীর যৌথ সঞ্চালনায় সভায় স্বাগত বক্তৃতা করেন কমিউনিটি এক্টিভিস্ট মফিজুল ইসলাম রুমি। বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সংগঠক বাবুল চৌধুরী, ডাক্তার কাশেম, ক্রীড়া সংগঠক ওয়াহিদ কাজী এলিন, সৈয়দ এনায়েত আলী, কাজী তোফায়েল ইসলাম, সংগঠনের সহ সভাপতি মো. জাহাঙ্গীর সরকার, অর্থ সম্পাদক মো. বাসেদ ভূঁইয়া।
কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে মো. সফিকুল ইসলামকে ফুলের শুভেচ্ছা জানানো হয় ও ক্রেস্ট দেয়া হয়।
এ সময় মো. সফিকুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পদ্মা মাল্টিপারপাস ব্রীজ করা সম্ভব হয়েছে। যা দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়েছে। পদ্মা মাল্টিপারপাস ব্রীজ নিয়ে কোন দুর্নীতি হয়নি।’
যোগাযোগ ক্ষেত্রে বাংলাদেশের অভাবনীয় সাফলের বিবরণ তুলে ধরে তিনি বলেন, ‘উন্নয়নবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই এটি সম্ভব হয়েছে। পদ্মা মাল্টিপারপাস ব্রীজ প্রজেক্টে যখন যেটা দরকার, তা না চাইতেই প্রধানমন্ত্রীর কাছ থেকে সেটা আমরা পেয়েছি। এখন রেলওয়ের কাজ এগিয়ে চলছে।’
মো. ইনামুল হক এমডি সংগঠনের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে বলেন, ‘বৃহত্তর কুমিল্লাবাসীর কল্যাণে সংগঠনটি নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে।’