শনিবার, ০৩ মে ২০২৫

শিরোনাম

নিউইয়র্কে প্রবাসী মাদারীপুর জেলা সমিতির ঈদ পুনর্মিলনী ও নববর্ষ উদযাপন

শুক্রবার, মে ২, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাঙালিদের মিলনমেলায় পরিণত হলো মাদারীপুর জেলা সমিতি ইউএসএ ইনক্ আয়োজিত ঈদ পুনর্মিলনী ও পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপন অনুষ্ঠান। গত ২০ এপ্রিল বিকেলে কুইন্সের গুলশান টেরেসে এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আহ্বায়ক মজিবুর রহমানের তত্ত্বাবধানে এবং সভাপতি রামদাস ঘরামী ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিক মিয়া।

বক্তব্য দেন মোশারফ হাওলাদার, লিয়াকত হোসেন, নুরুজ্জামান সরদার, রিয়াজ তালুকদার।

সবাই প্রতিশ্রুতি দেন, আগামীতে প্রবাসী মাদারীপুর জেলা সমিতিকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে।

ঈদ পুনর্মিলনীতে ছিল মিলনমেলা ও শুভেচ্ছা বিনিময়, ঐতিহ্যবাহী বাঙালি খাবারের আয়োজন, শিশু-কিশোরদের জন্য সাংস্কৃতিক পরিবেশনা, বড়দের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও সংগীতা অনুষ্ঠান।

পহেলা বৈশাখ উদযাপনে ছিল নববর্ষের গান ও আবৃত্তি, বৈশাখী পাঞ্জাবি ও শাড়িতে প্রবাসীদের অংশগ্রহণ, ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান।

আয়োজকরা বলেন, ‘ঈদ ও পহেলা বৈশাখ এই দুই বাঙালির প্রাণের উৎসবকে একত্র করে প্রবাসের মাটিতে বাঙালি সংস্কৃতির চর্চা এবং ঐক্যের বন্ধন আরও দৃঢ় করতে এই আয়োজন।’