শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

শিরোনাম

নিউইয়র্কে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি গার্ডেনের নতুন কমিটি গঠিত

শনিবার, এপ্রিল ১, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশী মালিকানাধীন হাউজিং সোসাইটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি গার্ডেনের দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মো. কামরুজ্জামান সভাপতি ও শফিকুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার (২৯ মার্চ) সন্ধ্যায় ব্রঙ্কসের খলিল চাইনিজে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যরা হচ্ছেন সহ সভাপতি শেফ খলিলুর রহমান,  আবুল বাশার ও মিজানুর রহমান, সহ সাধারণ সম্পাদক শামীম মিয়া, কোষাধ্যক্ষ মোজাফফর হোসাইন, সমাজ কল্যাণ সম্পাদক শাহানারা জামান, অফিস ও পাবলিশিটি সম্পাদক মো. শরিফুল ইসলাম, পরিচালক মো. পাশা মিয়া, হুমায়ুন কবির ও  রিমা খাতুন।

সভায় জানানো হয়, সংগঠনের ফান্ড থেকে পার্কচেস্টারের মেট্রোপলিটান ওভালে দুই বেডরুমের একটি কন্ডোমিনিয়াম কেনা হয়েছে। এ বছরের গ্রীষ্মে নিউইয়র্ক সিটির কাছাকাছি এলাকায় সদস্যদের বাড়ী নির্মাণের জন্য খালি জায়গা কেনার জন্য সিদ্ধান্ত গ্রহণ নেয়া হয়।

সভায় আগের কমিটির কর্মকান্ডে উপস্থিত সদস্যরা সন্তোষ প্রকাশ করেন।