নিউইয়র্ক: ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভ্রাতৃত্ববোধ ও ঐতিহ্যের চেতনাকে ধারণ করে বগুড়া সোসাইটি ইউএসএ’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ মার্চ) নিউইয়র্কের কুইন্স প্যালেসে আয়োজিত এই মাহফিলে বগুড়াবাসী ছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। এ ছাড়া স্থানীয় আঞ্চলিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সোসাইটি ইউএসএ’র সভাপতি মহব্বত আলী আকন্দ ও সঞ্চালনার করেন সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম। কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ আয়োজনজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্য-সম্প্রীতির আবহ বিরাজ করছিল। কোরআন থেকে তেলাওয়াত করেন তওহীদ মুন্না ও মো. সাইফুল ইসলাম মান্না। ইফতারের পূর্বে বিশ্ব মুসলিম উম্মাহ ও সমগ্র মানবজাতির শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান।
এবারের ইফতার আয়োজনকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন খাদেমুল ইসলাম রুবেল, সদস্য সচিব ছিলেন জাহাঙ্গীর আলম লিপন। যুগ্ন আহ্বায়কের দায়িত্ব পালন করেন গোলাম রব্বানী রাজু, রাশেদ আল হেলাল রতন ও হেলাল উদ্দিন। যুগ্ন সদস্য সচিবের দায়িত্ব পালন করেন নাসির সাদিক, এনামুল হক মুরাদ ও মোরশেদ হায়দার বিপ্লব।
প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বগুড়া সদরের সাবেক সাংসদ সাইফুর রহমান ভান্ডারী রাজ, সাবেক নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি রাফেল তালুকদার, বগুড়া সোসাইটির ট্রাস্টি বোর্ডের মেম্বার আতোয়ারুল আলম। সার্বিক দিক নির্দেশনায় ছিলেন বলাকা ওইয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাইফুল ইসলাম (কুইন্স)। প্রধান সমন্নয়কারী ছিলেন জাকিরুল ইসলাম, সমন্নয়কারী হিসেবে ছিলেন মোহাম্মাদ আলী, আব্দুস সোবহান। সার্বিক তত্তাবধানে ছিলেন তালুকদার সামিম সবুজ। তত্বাবধানে ছিলেন জহুরুল ইসলাম তালুকদার লিটন। আপ্যায়নে ছিলেন রফিকুল ইসলাম রফিক, কামরুজ্জামান লালু, শাপিনুর রহমান ও শফিকুল ইসলাম। কোষাধ্যক্ষের দায়িত্বে ছিলেন জুয়েল আহমেদ, আব্দুর রাকিব খান আরিফ।
ইফতার আয়োজনের সার্বিক সহযোগীতা করেন ইঞ্জিনিয়ার রানা জামান, আলী সৈয়দ টিপু, রাইছুল হক, আব্দুল মান্নান, মো. রোকুনুজ্জামান নয়ন, ওয়াহেদ আলী মন্ডল, শফিকুল ইসলাম ডাবলু, অধ্যক্ষ আজিজুল হক মুন্না, ফারুক হোসেন মিঠু, মো. সাইফুল ইসলাম মান্না, এনামুল হক, শফিক দেওয়ান, বিলকিস বানু, আনসার আলী, মাসুদ বেলাল, মো. মর্তুজা আলী বুলবুল, মোস্তফা আলমগীর, আবু তাহের এম আলম, জাকি উল্লাহ আপেল, নাজনিন জামান রুনি, আব্দুল্লাহ আল সাদী, কামরুল হাসান, আল আমিন সোহাগ, এসএম আরমান হোসেন, মাকসুদুল আলম ডায়মন্ড, গাওছুল আজম রিগান, শাহ কামাল মনি, আল আমিন, মো. ওবায়দুল হক, রাজু শাহ, নুর আলম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের প্রতি আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে, প্রবাসে বেড়ে ওঠা তরুণরা এসব অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের শিকড়ের সাথে সংযুক্ত থাকার সুযোগ পান।’