বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

নিউইয়র্কে বর্ষণমুখর পরিবেশে হল ‘ছড়াটে’র ছড়াড্ডা

শুক্রবার, মে ১২, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কিছু সাহিত্যপ্রাণ মানুষের উপস্থিতিতে বর্ষণমুখর পরিবেশে ‘ছড়াটে’র পূর্ব নির্ধারিত মাসিক ছড়াড্ডা অনুষ্ঠিত হয়েছে। ৩০ এপ্রিল কুইন্সের হলিসে সম্পন্ন হয়েছে এ ছড়াড্ডা। বৃষ্টিমূখর এ আড্ডায় উঠে এসেছে রবীন্দ্রনাথ ও বৃষ্টির কথা।

আড্ডায় বৃষ্টিসহ বিভিন্ন বিষয়ের উপর ছড়া পাঠ করেন ছড়াকার মানিক রহমান, ছড়াকার ম‍্যদুল আহমেদ ও ছড়াকার শাম্ স চৌধুরী রুশো।

শুভেচ্ছা বক্তব্য দেন প্রাবন্ধিক এবিএম সালেহ উদ্দীন, কবি মোহাম্মদ আলী বাবুল ও সাংস্কৃতিক কর্মী সায়দা উদিতা।

বিরূপ আবহওয়ার কারণে উপস্থিত থাকতে না পারলেও অনেকেই ভার্চুয়ালি যুক্ত হয়ে আড্ডার অংশ নেন।

সব শেষে সমবেত কন্ঠে ‘আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে…..’ গানটি গেয়ে আড্ডা শেষ করা হয়।

আগামী ২৮ মে লং আইল‍্যান্ডের লেভিট টাউনে পরবর্তী আড্ডার তারিখ নির্ধারিত হয়েছে।