নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপের (বাগ) উদ্যোগে সিভিক এনগেজমেন্ট ডিনার অনুষ্ঠিত হয়েছে। গেল ২৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কুইন্স প্যালেসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কংগ্রেসম্যান জামাল বৌমেন।
সংগঠনের সভাপতি জয়নাল আবেদিন প্রত্যোক নাগরিককে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
তিনি বলেন, ‘আমাদের উপস্থিতি জানান দিতে ও অধিকার আদায়ের অন্যতম সোপান ভোটাধিকার প্রয়োগ। ভোট দিয়ে গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষিত করুন।’
জামাল বৌমেন মূলধারার রাজনীতিতে বাংলাদেশি আমেরিকান তথা বাংলাদেশী আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপের কর্মতৎপরতার প্রশংসা করেন।
তিনি বলেন, ‘এআইপিএসির শক্তিশালি অর্থ সরবরাহ গ্রুপের অপতৎপরতার চ্যালেঞ্জ হল ‘বাগ’-এর মত সংগঠনের কর্মতৎপরতা। ভোটের মাঠে পরাজিত হলেও আমি মানবতার পক্ষে সাধারণ নাগরিকদের পক্ষে কথা বলেই যাব। কেউ আমার কন্ঠ রোধ করতে পারবে না।’
বিশেষ অতিথির বক্তব্যে নিউইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট জোমানি উইলিয়াম বলেন, ‘নিউইয়র্ক সিটির নাগরিকরা বহু ভাল কিছু প্রত্যাশা করে; যা বর্তমান মেয়র নিশ্চিতকরণে অকৃতকার্য হয়েছেন। রাজনৈতিক নেতাদের মানবিক হতে হবে এবং জনগণের সার্বিক স্বার্থ রক্ষায় নিজেদেরকে আপ্রাণ চেষ্টা চালাতে হবে।’
অনুষ্ঠানে অ্যাসেমব্লিম্যান জোহরান মামদানি জানান, তিনি ইতিমধ্যে আগামী নির্বাচনে নিউইয়র্ক সিটিতে প্রথম মুসলিম মেয়র হওয়ার জন্যে ঘোষণা দিয়েছেন। আগামী মেয়র নির্বাচনে তাকে সমর্থন করার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন।
স্টেট সিনেটর জেসিকা রামোস বলেন, ‘আগামী দিনে তিনি বাংলাদেশি তথা ইমিগ্রেন্ট কমিউনিটির জন্যে নাগরিক সুবিধা আদায়ে কাজ করে যাবেন।’
অনুষ্ঠানে বক্তব্য দেন নিউইয়র্কের সিনেটর প্রার্থী ডিয়ানি সারি, গভর্নরের মুসলিম লিয়াঁজো ডাইরেক্টর মোহাম্মদ বাহি।
‘বাগ’ গেল এক দশকেরও বেশি সময় ধরে নিউইয়র্কে ইমিগ্রেন্ট কমিউনিটির অধিকার আদায়ে কাজ করছে।