রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় দুর্বৃত্তের গুলি, কর্মচারী আহত

সোমবার, জুন ৫, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অ্যাস্টোরিয়ায় বাংলাদেশি মালিকানাধীন একটি রেস্তোরাঁয় দুর্বৃত্তের গুলিতে এক কর্মচারী আহত হয়েছে।

শনিবার (৩ জুন) দুপুরে দুর্বৃত্তরা রেস্তোরাঁয় ঢুকে গুলি চালায়। এ ঘটনায় রেস্তোরাঁর আহত কর্মচারী সাব্বিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, অ্যাস্টোরিয়ার ৩৬ এভিনিউতে অবস্থিত বৈশাখী রেস্তোঁরায় শনিবার (৩ জুন) দুপুরে কাজ করছিলেন সাব্বির। এ সময় দুর্বৃত্তরা রেস্তোঁরায় ঢুকে তার পায়ে গুলি চালায়।

ঘটনার পর থেকে নিউইয়র্ক সিটি পুলিশ ওই স্থানটি ঘিরে রেখেছে। পাশাপাশি, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ চলছে। এ ঘটনায় অ্যাস্টোরিয়া এলাকার প্রবাসী বাংলাদেশিদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।