রবিবার, ১৯ মে ২০২৪

শিরোনাম

নিউইয়র্কে বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশনের সপ্তম বার্ষিক অ্যাওয়ার্ড ডিনার

সোমবার, অক্টোবর ২৩, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত বাংলাদেশী-আমেরিকানদের সংগঠন বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশনের (বাপা) সপ্তম বার্ষিক অ্যাওয়ার্ড ডিনার’ গেল ১৩ অক্টোবর সন্ধ্যায় কুইন্সের একটি পার্টি হলে হয়েছে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের পর আলোচনা ও অ্যাওয়ার্ড বিতরণ পর্ব শুরু হয়।

দ্যুতিময় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক এডামস। অতিথি ছিলেন ফার্স্ট ডেপুটি কমিশনার তানিযা কিনসেলা, এসেম্বলীওমেন জেনিফার রাজকুমার, এরিক অ্যাডামসের উপদেষ্টা ইনগ্রিড লুইস। উপস্থিত ছিলেন বাপার সাবেক প্রেসিডেন্ট শামসুল হক, সুমন সাইদ।

পুলিশ বাহিনীতে কর্মরত বাংলাদেশী অফিসারদের প্রশংসা করে মেয়র বলেন, ‘আপনারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন বলেই এই সিটির জনজীবনকে নিরাপদ রাখা সম্ভব হচ্ছে। আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সভাপতি ক্যাপ্টেন কারাম চৌধুরী। সঞ্চালনা করেন বাপার সেক্রেটারি ক্যাপ্টেন একেএম প্রিন্স আলমের সঞ্চালনায়। বাপার বোর্ড অব ট্রাস্টির সবাইকে মঞ্চে ডেকে পরিচিতি করানোর পর বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুলিশ অফিসারদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন পুলিশ কমিশনার এডওয়ার্ড এ ক্যাবান। ম্যান অফ দ্য ইয়ার অ্যাসিস্ট্যান্ট চিফ বেঞ্জামিন গারলি, উইমেন অফ দ্য ইয়ার অ্যাসিস্ট্যান্ট চিফ ক্রিস্টিন বাস্টডেনরেক, কমান্ডিং অফিসার অফ দ্য ইয়ার ইন্সপেক্টর জেনকিন্স ১১৩ প্রিসটিঙ্কট, বর্ষ সেরা পুলিশ অফিসার তৌফিউ বাকথ, সিভিলিয়ান অব দ্য ইয়ার টিএম আনোয়ারুল কাদির।

অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়াার্ড পেয়েছেন ডেপুটি কমিশনার লিসা হোয়াট এবং নিউইয়র্ক সিটির মেয়রের চিফ এডমিনিস্ট্রেটিভ অফিসার মীর বাশার। এটর্নি মঈন চৌধুরী পেয়েছেন ‘ভাল’ সংগঠনের কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড।

অনুষ্ঠানে বাপার ট্রাস্টি মাসুদ রহমানের পরিচালনায় কণ্ঠশিল্পী টিনা ও কমিউনিটির জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী রাজিব গান পছন্দের গান।

অতিথিদের স্বাগত জানান দ্বিতীয় ভাইস প্রেসিডেনট ট্রাফিক সুপারভাইজার আলী চৌধুরী, ইভেন্ট কো-অর্ডিনেটর অফিসার সর্দার মামুন, ট্রেজারার অফিসার রাসেকুর মালিক, কো ট্রেজারার সার্জেন্ট মেহেদী মামুন, মিডিয়া লিঁয়াজো অফিসার জামিল সরোয়ার, কমিউনিটি লিঁয়াজো অফিসার মাহবুব জুয়েল, সার্জেন্ট অফ আর্মস অফিসার হাসান আহমেদ, বাপার ট্রাস্টি অফিসার জসীম মিয়া, সার্জেন্ট মুরাদ আহমেদ, অফিসার সব্বির আহমেদ, অফিসার রাজীব ঘোষ, ট্রাফিক সুপারভাইজার অনিক হোসাইন, অফিসার রিপন ইসলাম, অক্সিলারি লেফটেন্যান্ট সাইদ আলী।

অনুষ্ঠানে সমাপনী বক্তৃতা করেন বাপার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদ সিদ্দিকী।