নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: নিউইয়র্কের কুইন্সের পানসি রেস্টুরেন্টে শনিবার (১৫ মার্চ) অনুষ্ঠিত হয়ে গেলো চুরাশিয়ানদের ইফতার আয়োজন। নিউইয়র্কে অবস্থানরত এসএসসি ১৯৮৪ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে বিপুল সংখ্যক ব্যাচমেটসহ তাদের পরিবারের সদস্যরা এতে উপস্থিত ছিলেন।
নর্থ আমেরিকা চুরাশিয়ান গ্রুপের প্রতিষ্ঠাতা শামস চৌধুরী রুশোর আহ্বানে সাড়া দিয়ে বিকেল থেকেই চুরাশিয়ানরা হাজির হতে থাকেন। মুহূর্তের মধ্যে বিশাল মিলনমেলায় রুপ নেয়। অনেক বন্ধুকে একসাথে পেয়ে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়। দোয়ার পর ঐতিহ্যবাহী ইফতার সামগ্রী দিয়ে সকলে ইফতার করেন।
মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে লজিস্টিক সাপোর্টের জন্য আবুল ফজল দিদারুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
আলোচনায় অংশ নেন নাদির খান, মির্জা শওকত, শেখ ইয়াসমিন, নাসরিন চৌধুরী, কানিজ তাহমিনা, রাব্বি সাঈদ, মাহের আব্দুল্লাহ, হাসান মাহমুদ, মাসুদ ভূইঁয়া, দিদারুল ইসলাম, শেখ শাহিদ, শাহনাজ কাদির, সাবিরা করিম, জান্নাতুল ফেরদৌস সুরমা, সোহানা আহমেদ, হুমায়ুন কবির, কামরুল হাসান, শাহ মুজিবুর রহমান।
আলোচনায় রমজানের সংযম ও আত্মশুদ্ধির শিক্ষাকে কাজে লাগিয়ে সহমর্মিতার মাধ্যমে পরিবার ও সমাজে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার প্রতি গুরুত্বারোপ করা হয়। এছাড়া, আগামী ১৯ জুলাই কানাডায় অনুষ্ঠিতব্য নর্থ আমেরিকা চুরাশিয়ান বার্ষিক মিলনমেলায় অংশগ্রহণ ও রেজিস্ট্রেশনের বিষয়েও আলোচনা করা হয়।