মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

শিরোনাম

নিউইয়র্কে ‘বাংলা ক্লাব ইউএসএ’ এর বার্ষিক বনভোজন সম্পন্ন

মঙ্গলবার, সেপ্টেম্বর ১৯, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: ‘বাংলা ক্লাব ইউএসএ ইনক্’ এর বার্ষিক বনভোজন ৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রেরন নিউইয়র্কের জর্জ আইল্যান্ড পার্কে হয়েছে। বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গ্লোবাল পিস অ্যামব্যাসেডর আবু জাফর মাহমুদ।

সংগঠনের সভাপতি আবুল কালাম পিনুর সভাপতিত্বে এবং সহ সভাপতি মো. মমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি মেম্বার আবুল হাশিম হাসনু, মার্কস হোমকেয়ারের ম্যানেজার আলমাস আলী। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক দোলোয়ার হোসেন চুন্নু, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক. সাংস্কৃতিক সম্পাদক মো. সোনার বলাই, সমাজ কল্যাণ সম্পাদক শহীদুল ইসলাম, সহ কোষাধ্যক্ষ ফয়সাল আহমেদ, সদস্য হেলাল।

প্রধান অতিথির বক্তৃতায় আবু জাফর মাহমুদ বলেন, ‘একে অন্যের সাথে পারিবারিক বন্ধন রচনার ক্ষেত্রে এ ধরনের আয়োজন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। আমরা বাংলাদেশিরা পারিবারিক শিক্ষার মধ্যেই সবচেয়ে বেশি আনন্দ পাই। সবাই একত্রিত হওয়ার বিষয়টি আমাদের পারিবারিক শিক্ষা।’

দিনব্যাপী বনভোজনে ছিল বিভিন্ন পুরুষ, নারী ও শিশুদের জন্য নানা রকম খেলাধুলা ও র‌্যাফেল ড্রয়ের আয়োজন। শেষে জয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আবু জাফর মাহমুদ। বনভোজনে মজাদার খাবার পরিবেশন করা হয়।