মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

নিউইয়র্কে মসজিদ আল কোবার জন্য চলছে ফান্ড সংগ্রহ

সোমবার, জুন ৩, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির জ্যামাইকায় সাউথ জ্যামাইকা ইসলামিক সেন্টার তথা মসজিদ আল কোবা প্রতিষ্ঠার জন্য জরুরি ভিত্তিতে ফান্ড সংগ্রহ চলছে। সুদমুক্ত এককালীন নগদে দাম পরিশোধের জন্য প্রয়োজন এক দশমিক দুই মিলিয়ন ডলার; যার তহবিল সংগ্রহের জন্য শনিবার (১ জুন) জ্যামাইকার হোটেল লিভার্টি ব্যাঙ্কুয়েট হলে ফান্ড রাইজিং ডিনার ইভেন্টের আয়োজন করে মসজিদ আল কোবা পরিচালনা কমিটি।

অনুষ্ঠানে মসজিদ আল কোবা পরিচালনা কমিটির সভাপতি কাজী এমআর খান সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকের হোসাইন সুমনের পরিচালনায় অতিথি ছিলেন এটর্নি মঈন চৌধুরি, ডাক্তার সাদি আলম ও আতাউল গনি, বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া ও সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, কমিউনিটি এক্টিভিস্ট মোহাম্মদ আলি, মিজানুর রহমান, জাহিদ মিন্টু।

মুসলিম অধ্যুষিত সাউথ জ্যামাইকার মুসলমানদের চাহিদা ও প্রত্যাশা পূরণের লক্ষ্যে মসজিদ আল কোবার জন্য পাঁচ হাজার বর্গফুট জমির উপর তিন তলা ভবনটি কেনার জন্য ইতিমধ্যে চুক্তি করেছে মসজিদ পরিচালনা কমিটি।

চুক্তির নির্ধারিত সময়ের মধ্যে নগদে বাড়িটির দাম পরিশোধ করার জন্য সবার সহযোগিতা চেয়েছে মসজিদ কমিটি।