নিউইয়র্ক: নিউইয়র্কে মুড়িয়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনকের কার্যকরী পরিষদের আত্মপ্রকাশ ঘটেছে। এ উপলক্ষ্যে গত রোববার (১১ মে) সন্ধ্যায় নিউইয়র্কের কুইন্সে আল-মদিনা পার্টি হলে সম্মেলনের মাধ্যমে নতুন কার্যকরী পরিষদের গঠন ও শপথ শপথ বাক্য পাঠ করানো হয়।
সম্মেলনের আহ্বায়ক গোলাম মর্তুজার সভাপতিত্বে ও সদস্য সচিব ইফজাল আহমেদের পরিচালনায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম
শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু। বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের
তিন বারের সভাপতি বদরুল হোসেন খান, বিয়ানীবাজার সমিতির সভাপতি আব্দুল মান্নান ও সাবেক সভাপতি বুরহান উদ্দিন কফিল, বিয়ানীবাজার সমিতির সাবেক উপদেষ্টা আজিজুর রহমান পাখি, সমাজসেবক আবুল হোসেন, কুইন্স বাংলাদেশ সোসাইটির সভাপতি সামসুদ্দিন, ব্যবসায়ী সানওয়ার চৌধুরী।
অতিথি ছিলেন গীতিকার ও সুরকার গৌছ উদ্দিন খান, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএর সাধারণ সম্পাদক রেজাউল আলম অপু ও সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক মাহবুব, মাথিউরা ইউনিয়ন সমিতির সাবেক সভাপতি কমর উদ্দিন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুল ফাত্তাহ, আব্দুস সালাম, সরোয়ার হোসেন, মোরশেদ আলম, শামীম আহমদ, জালালাবাদ এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলিম, বীর মুক্তিযোদ্ধা আহমাদ হোসেন বাবুল, বিয়ানীবাজার সমিতির সাবেক নির্বাচন কমিশনার হেলাল আহমদ, মাজেদ দিপু, নাসির আহমদ, আবুল হোসেন, শাহিন আহমদ, শামিম আহমদ, সমাজসেবক আলাউদ্দিন, বাংলাদেশ সোসাইটির সদস্য হাসান খান, রাজনীতিবিদ হাসান আহমদ, সরোয়ার হোসেন, সমাজসেবক জামাল হোসেন, বিয়ানীবাজার সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তালহা, আশরাফুল হাসান।
সম্মেলনে ইফজাল আহমদকে সভাপতি ও খলকুর রহমানকে সাধারণ সম্পাদক করে কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির বাকিরা হলেন সহ-সভাপতি আব্দুর নুর হারুন ও আব্দুল হামিদ, সহ-সাধারণ সম্পাদক ফয়ছল আলম, কোষাধ্যক্ষ আব্দুল বাছিত, সাংগঠনিক সম্পাদক বিলাল উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রেদোয়ান হোসেন, প্রচার সম্পাদক জুবের আহমদ, ক্রীড়া সম্পাদক আবেদ আহমদ মিষ্টু, কার্যকরী সদস্য গোলাম মর্তুজা, নাজমুল চৌধুরী, আলতাফ চৌধুরী, আব্দুল গফফার, ছাইফুল ইসলাম, আবু তাহের আছাদ, সাব্বির উদ্দিন, আলমগীর শাহ জেবুল, জামিল আহমেদ।
অনুষ্ঠানের গোলাম মোর্তজার বাংলাদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে ইউনিয়নবাসীর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু কার্যকরী পরিষদকে শপথ বাক্য পাঠ করান।