সোমবার, ০৫ মে ২০২৫

শিরোনাম

নিউইয়র্কে মুনার এডুকেশন ক্যাম্প অনুষ্ঠিত

রবিবার, মে ৪, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্ক: ‘সাহাবায়ে কিরামের জীবন মুসলিম মিল্লাতের জন্য অনুসরণীয় উপাদানে ভরপুর এবং বিশেষ করে ইসলামি আন্দোলনের কর্মীদের জন্য। আল্লাহর রাসুলের (সা.) সাহাবিদের জীবনে রয়েছে আমাদের জন্য সর্বোত্তম পাথেয়।’

মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা তথা মুনার নিউইয়র্ক নর্থ জোনের এডুকেশন ক্যাম্পে মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন এসব কথা বলেন।

গত ২৬ ও ২৭ এপ্রিল দুই দিন ব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয় মুনা সেন্টার অফ জ্যামাইকায়। এতে সভাপতিত্ব করেন নিউইয়র্ক নর্থ জোনের সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান। পরিচালনা করেন জোনের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার।

দেড় শতাধিক সদস্যের উপস্থিতিতে ক্যাম্পে বিষয়ভিক্তিক আলোচনা করেন মুনার ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট আবু আহমেদ নুরুজ্জামান ও হারুন অর রশীদ, ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর আরমান চৌধুরী, ন্যাশনাল এসিসট্যান্ট এক্সিকিউটিভ ডাইরেক্টর মোহাম্মদ রুহুল আমিন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আবুসামীহাহ সিরাজুল ইসলাম, মাওলানা তোয়াহা আমিন খান, আতাউল ওসমানী, সাফায়েত হোসেন সাফা।

মঞ্চে উপস্থিত ছিলেন ন্যাশনাল এসিস্টেন ফাইন্সাস ডাইরেক্টর শেখ জালাল উদ্দিন, জোনের সহ সাধারণ সম্পাদক সম্পাদক দিদারুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে দেলোয়ার হোসাইন আরো বলেন, ‘আল্লাহর জমিনে তাঁর দ্বীন বেঁচে আছে ত্যাগের ও তিতিক্ষার কারণে। বিশ্বের দিক-দিগন্তে ইসলামের অমিয় বাণী পৌঁছিয়ে দেওয়ার পিছনে আল্লাহর ত্যাগী বান্দাদের অবদান অনস্বীকার্য। নবী-রাসূল ও তাদের একনিষ্ঠ অনুসারীদের অক্লান্ত পরিশ্রম ও আত্মত্যাগ ইতিহাসের পাতায় চিরভাস্বর হয়ে আছে।’

তিনি বলেন, ‘সাহাবায়ে কিরামের জীবন মুসলিম মিল্লাতের জন্য অনুসরণীয় উপাদানে ভরপুর এবং বিশেষ করে ইসলামি আন্দোলনের কর্মীদের জন্য। আল্লাহর রাসুলের (সা.) সাহাবিদের জীবনে রয়েছে আমাদের জন্য সর্বোত্তম পাথেয়।’

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন জোনের কার্যকরী কমিটির সদস্য দেলোয়ার মজুমদার, মাসুদুর রহমান, আবুল হাসেম, নূরুস সামাদ চৌধুরী, মঞ্জুর আহমেদ, মোহাম্মদ আব্দুল্লাহ, কায়কোবাদ কবির।