শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

নিউইয়র্কে মুনার লিডারশীপ এডুকেশন সেশন

শনিবার, ফেব্রুয়ারী ১, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার (মুনা) লিডারশীপ এডুকেশন সেশনে আলোচকরা বলেছেন, ‘দুনিয়া জীবন খুবই সীমিত, মানুষের আসল স্থান হলো আখেরাত। আখেরাতের অনন্ত জীবন সুন্দর ও স্বার্থক করার লক্ষ্যে দুনিয়াতে অনৈতিক কাজ পরিহার করা প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব।’

গত ২৬ জানুয়ারি দিনব্যাপী এ সেশন অনুষ্ঠিত হয়।

নিউইয়র্কে জ্যামাইকায় মুনা সেন্টারে অনুষ্ঠিত এডুকেশন সেশনে সভাপতিত্ব করেন নিউইয়র্ক নর্থ জোনের সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান। ৪০০ পুরুষ ও মহিলার উপস্থিতিতে সেশনে বিষয়ভিক্তিক আলোচনা করেন, মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন, ন্যাশনাল ভাইস-প্রেসিডেন্ট সাইদুর রহমান চৌধুরী, হারুন অর রশীদ, ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর আরমান চৌধুরী, ন্যাশনাল এসিস্টেন এক্সিকিউটিভ ডাইরেক্টর আব্দুল্লাহ আল আরিফ। উপস্থিত ছিলেন ন্যাশনাল এসিস্টেন ফাইন্সাস ডাইরেক্টর শেখ জালাল উদ্দিন।

অনুষ্ঠান পরিচালনা করেন নর্থ জোনের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার ও সহ সাধারণ সম্পাদক দিদারুল আলম।

সেশনে আলোচকরা বলেন, ‘দ্বীন ইসলামের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে আল্লাহর খাঁটি বান্দাহ হিসেবে গড়ে তোলা। ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহর জন্য নিবেদিত করা এবং তার পাশাপাশি উন্নত নৈতিক চরিত্র গঠন ও উত্তম আচার ব্যবহার অবলম্বনে নিরলস প্রচেষ্টা চালিয়ে ঈমানের উচ্চতর পর্যায়ে উপনীত করার জন্যই আমাদের মাঝে আল্লাহ তাঁর প্রিয় নবীকে পাঠিয়েছেন।’

তারা আরো, ‘রাসূল (সা.) স্বয়ং ছিলেন উত্তম নৈতিক চরিত্রের সর্বোক্তম উদাহরণ। সুতরাং, ইসলামের কাজে নিয়োজিত প্রত্যেককে আল্লাহ ও তাঁর রাসুলের (সা.) আর্দশে পরিচারিত হতে পারলেই দুনিয়া ও আখেরাতে সফলতা সম্ভব হবে।’

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন প্রসেফর দেলোয়ার মজুমদার, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান, এডভোকেট আবুল হাসেম, নূরুস সামাদ চৌধুরী, মোহাম্মদ আব্দুল্লাহ, কায়কোবাদ কবির।