নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে আধুনিক মানের মুনা সেন্টার প্রতিষ্ঠার জন্য ফান্ড রাইজিং কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (১১ অক্টাবর) মুনা সেন্টার অফ নিউইয়র্কে এ উপলক্ষে ফান্ড রাইজিং ডিনারের আয়োজন করে।
মুনা সেন্টারে থাকবে মসজিদ ও মাদরাসা, মুনা স্যোসাল সার্ভিস, আল কুরআন দাওয়াহ সেন্টার, ইউথ সেন্টার, উইকএন্ড ইসলামিক স্কুল, কমিউনিটি সেন্টার ও ফিউনারেল হোম। এছাড়াও, কমিউনিটিতে সম্প্রীতি স্থাপনসহ পারস্পরিক সহায়তায় অগ্রণী ভূমিকা পালন করবে মুনা সেন্টার অফ নিউইয়র্ক।
ফান্ড রাইজিং ডিনারে অতিথি ছিলেন মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট হারুন অর রশিদ, প্রাক্তন ন্যাশনাল প্রেসিডেন্ট দেলোয়ার হোসাইন, মুনার এক্সিকিউটিভ ডিরেক্টর আরমান চৌধুরি।
অনুষ্ঠানে সেন্টারটি প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা চাওয়া হয়।
ফান্ড রাইজিং তহবিলে অনুদান পাঠাতে Zelle করুন mcny80@gmail.com এ ঠিকানায়।