মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

শিরোনাম

নিউইয়র্কে রেমিট্যান্স মেলায় বাংলাদেশ ব্যাংক গভর্নরকে অংশ না নেওয়ার আহ্বান

সোমবার, এপ্রিল ১৪, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্ক: নিউইয়র্কে রেমিট্যান্স মেলায় অংশ না নিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতি আহ্বান জানিয়েছে নিউইয়র্কের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার (১২ এপ্রিল) জ‍্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, নিউইয়র্ক ভিত্তিক দেশের অর্থ পাচারকারী একটি সিন্ডিকেট আগামী ১৯ ও ২০ এপ্রিল জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে রেমিট্যান্স মেলা আয়োজন করছে।

ওই মেলায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমানসহ সরকারি ও বেসরকারি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও শীর্ষ কর্মকর্তাদের অংশ না নেওয়ার অনুরোধ জানানো হয়। আর যদি অনুরোধ উপেক্ষা করে অংশ নেওয়া হয় তাহলে সচেতন প্রবাসী বাংলাদেশিরা এই প্রচেষ্টা রুখে দিবেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, প্রবাসী বাংলাদেশিরা অত্যন্ত উদ্বেগ ও সতর্কতার সঙ্গে লক্ষ্য করছেন যে চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাসে পতিত স্বৈরাচারের দোসররা এখনো দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে সক্রিয়। দেশ বিদেশে ঘাপটি মেরে থাকা দেশের লুটেরারা নানাভাবে ফন্দি আঁটছে নতুন করে দেশ থেকে অর্থ পাচারের।

আয়োজকরা বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত্ব ও বেসরকারি খাতের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছেন বলেও অভিযোগ করা হয় ।

সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এসব কর্মকাণ্ডে যারা সম্পৃক্ত তাদেরকে বিচারের আওতায় আনার জন্য অন্তবর্তীকালীন সরকারের নিকট আহ্বান জানায় ।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন শিপন, ফাহাদ হোসেন, কাজী মোহাম্মদ হাসান সিদ্দিক, তানজিদ আহাম্মেদ, নাসির হোসেন, মামুনুর রশীদ।

এছাড়াও কমিউনিটি নেতা গিয়াস আহামেদ, সাংবাদিক ড. ওয়াজেদ খান, মনির আহম্মেদ উপস্থিত ছিলেন।

উল্লেখ, আগামী ১৯-২০ এপ্রিল নিউইয়র্কের‍ জ‍্যাকসন হাইটসে রেমিট্যান্স মেলার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে প্রচারণা চালানো হচ্ছে।