শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

নিউইয়র্কে সংবর্ধনায় দ্রুত নির্বাচনী রোড ম্যাপ দেয়ার আহ্বান বিএনপির নেতা আবু ওয়াহাব আখন্দের

বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে এক সভায় দ্রুত নির্বাচনী ‘রোড ম্যাপ’ দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আখন্দ। তিনি বলেছেন, ‘বিএনপি মনে করে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের সময় দরকার। তবে, এমন সংস্কার নয়, যার জন্য ফের একটি চক্র বাংলাদেশের গণতন্ত্রকে নৎসাত করার পরিকল্পনা করতে পারে। নির্বাচন ঘিরে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। সব ষড়ষন্ত্র রুখে দিতে হবে।’

সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ব্রঙ্কসের এশিয়ান পার্টি হলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত বৃহত্তর ময়মনসিংহবাসীর তার সম্মানে আয়োজিত সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি মো. আনোয়ারুল আলম ভুইয়ার সভাপতিত্বে ও রফিকুল ইসলাম সোহাগের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন নিউইয়র্ক মহানগর বিএনপির প্রাক্তন সভাপতি আব্দুল খালেক, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির প্রাক্তন যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দিন, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির প্রাক্তন যুগ্ম আহ্বায়ক ইমরান শাহ রন ও রেদোয়ানা রাজ্জাক সেতু, শেরপুর জেলা সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন, বিএনপির নেতা আক্তারুজামান হ্যাপি, মো. নূরুল হক, সুলতান উদ্দিন, ফুল মিয়া, ছিদ্দিকুর রহমান, আনিছুর রহমান, আনোয়ার হোসেন, শহীদুল ইসলাম, ফজলুর রহমান প্রমুখ।

সভায় জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহসহ নিউইয়র্কে বসবাসরত জাতীয়তা আদর্শের বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আবু ওয়াহাব আখন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন বৃহত্তর ময়মনসিংহবাসীসহ উপস্থিত জাতীয়তাবাদী দলের নেতারা। আয়োজকদের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট দেন কায়ছার আলম তপন, হারুন অর রশিদ, মামুনর রশিদ, লোকমান হোসেন, খলিলুর রহমান, মিন্টু রয় প্রমুখ।

অনুষ্ঠানে আবু ওয়াহাব আখন্দ বলেন, ‘আমাদের দাবি স্পষ্ট, আমরা নির্বাচন চাই। আওয়ামী লীগ ফের দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ অস্থিরতা করার সুযোগ দেয়া যাবে না।’

তিনি অন্তর্বর্তী সরকারের কাছে তারেক রহমানসহ বিএনপির নেতা-কর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।