রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫

শিরোনাম

নিউইয়র্কে সিটি কম্পট্রোলার প্রার্থী জেনিফার রাজকুমারের সমর্থনে ফান্ড রেইজিং ডিনার

বৃহস্পতিবার, জানুয়ারী ২, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আসন্ন নির্বাচনে সিটি কম্পট্রোলার পদপ্রার্থী অ্যাসেম্বলিওম্যান জেনিফার রাজকুমারের সমর্থনে ২৬ ডিসেম্বর ফান্ড রেইজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে। জেনিফার রাজকুমার ২০২৫ সালে নিউইয়র্ক সিটি কম্পট্রোলারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ব্রুকলীনের ম্যাকডোনাল্ড এভিনিউতে এ অনুষ্ঠানের আয়োজন করেন ফেডারেল সেভিংস ব্যাংক মর্টগেজ ব্রোকার নাইম টুটুল ও বাংলাদেশ সোসাইটির নির্বাহী সদস্য জাহাঙ্গীর সোহরাওয়ার্দী।

জেনিফার রাজকুমার তার নিউইয়র্ক সিটি কম্পট্রোলার নির্বাচনে ফান্ডের জন্য ব্রুকলিনে বাংলাদেশি কমিউনিটির অনেকের কাছ থেকে সমর্থন পেয়েছেন। তিনি নির্বাচিত হলে প্রথম দক্ষিণ এশীয় ও প্রথম মহিলা কম্পট্রোলার হিসাবে ইতিহাস তৈরি করবেন।

জেনিফার রাজকুমার জানিয়েছেন, তিনি বাংলাদেশিদের পাশে আছেন ও ভবিষ্যতেও থাকবেন। তিনি নিউইয়র্কের এশিয়ান আমেরিকান ও প্যাসিফিক আইল্যান্ডার কমিশন প্রতিষ্ঠা করতে সাহায্য করেছেন। এছাড়া, এশিয়ান আমেরিকানদের জন্য স্কুল ছুটিতেও জেনিফার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, নির্বাহী সদস্য হারুন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুল রব চৌধুরী, বেলাল মাহমুদ, সৈয়দ আজাদ, দুলাল মিয়া, আম্বিয়া বেগম।