নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মানি ট্রান্সমিটার প্রতিষ্ঠান ‘স্ট্যান্ডার্ড এক্সপ্রেস’ এর ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ‘সেবার মান আরো বৃদ্ধি’র প্রত্যয়ে’ গেল বুধবার (১২ জুলাই) সিটির উডসাইডের গুলশান ট্যারেসে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড বাংলাদেশ এবং স্ট্যান্ডার্ড এক্সপ্রেস ইউএসএ’র চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ।
স্ট্যান্ডার্ড এক্সপ্রেস ইউএসএ’র প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, সাপ্তাহিক বাংলাদেশের সম্পাদক ওয়াজেদ এ খান, সোনালী এক্সচেঞ্জ ইনকের প্রেসিডেন্ট এবং সিইও দেবশ্রী মিত্র, বিএ এক্সপ্রেসের প্রেসিডেন্ট ও সিইও আতাউর রহমান, সানম্যান এক্সপ্রেসের প্রেসিডেন্ট ও সিইও মাসুদ রানা তপন, সাবা এক্সপ্রেসের প্রেসিডেন্ট ও সিইও এএইচএম নাজমুল করীম।
আশরাফুল হাসান বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে গ্রহকদের পক্ষ থেকে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার, ঢাকা আহসানিয়া মিশন ইউএস চ্যাপ্টারের সাধারণ সম্পাদক আনিসুল কবীর জাসির ও ব্রুকলীনে বসবাসকারী মাহবুবুর রহমান এবং ‘স্ট্যান্ডার্ড এক্সপ্রেস’জ্যাকসন হাইটস শাখার ম্যানেজার মতিউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট উপস্থাপন ।
অনুষ্ঠানে কাজী আকরাম উদ্দিন আহমেদ নিউইয়র্কে ‘স্ট্যান্ডার্ড এক্সপ্রেস’ প্রতিষ্ঠা ও যাত্রা শুরুর স্মৃতিচারণ করে বলেন, ‘আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। ‘স্ট্যান্ডার্ড এক্সপ্রেস’ ১২ বছর ধরে প্রবাসীদের সেবা দিচ্ছে এবং আগামীতেও সেবার মান আরো বৃদ্ধি করা হবে।’
তিনি বলেন, ‘ব্যাংক প্রতিষ্ঠা আমার স্বপ্ন। সেই স্বপ্নের একটি অংশ ‘স্ট্যান্ডার্ড এক্সপ্রেস’। দেশবাসী আর প্রবাসীরা মিলে-মিলেই দেশ সেবা করছেন।’
তিনি সঠিক পথে ব্যাংকের মাধ্যমে দেশে অর্থ প্রেরণ ও বিনিয়োগের জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘বিগত দিনে ‘স্ট্যান্ডার্ড এক্সপ্রেস’ প্রবাসীদের সহযোগিতায় ১২ বিলিয়ন ডলার দেশে পাঠানো সম্ভব হয়েছে। আমরা যে যেখানেই থাকি না কেন, সবার মনে রাখতে হবে আমরা সবাই বাংলাদেশের মানুষ।
মনিরুল ইসলাম ‘স্ট্যান্ডার্ড এক্সপ্রেস’ ১২ বছর পূর্তিতে অভিনন্দন জানিয়ে বলেন, ‘দেশের অর্থনীতিতে রেমিটেন্স আর এক্সপোর্ট বিশেষ অবদান রেখে চলেছে। মহামারী করোনা ভাইরাস আর ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের পরও বাংলাদেশ টিকে আছে প্রবাসীদের রেমিটেন্সের জন্য। আজ দেশে পদ্মা সেতু সহ বড় বড় মেঘা প্রকল্প হচ্ছে প্রবাসীদের রেমিটেন্সের জন্যই।’
আব্দুল মালেক ‘স্ট্যান্ডার্ড এক্সপ্রেস’ এর সেবার মান আরো বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘নিউইয়র্কে ‘স্ট্যান্ডার্ড এক্সপ্রেস’এর আটটি শাখা পরিচালিত হচ্ছে এবং তাদের প্রায় এক লাখ গ্রাহক রয়েছেন।’
যে কোন সমস্যায় গ্রহকদের সরাসরি তার সাথে যোগাযোগের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রবাসে বসবাসকারী বীর মুক্তিযোদ্ধারা ছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দসহ ‘স্ট্যান্ডার্ড এক্সপ্রেস’ বিপুল সংখ্যক গ্রহক উপস্থিত ছিলেন।