নিউইয়র্ক: স্বাধীনতা দিবস উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত ১৫ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
মুক্তিযোদ্ধারা হলেন নুরুন্নবী, জিনাতনবী, লাবলু আনসার, হেলাল মজিদ, আবুল বাশার চুন্নু, গুলজার হোসেন, আশরাফ আলী, আশরাফ চৌধুরী, শহিদুল ইসলাম, আব্দুস সাদেক, মো. নাসিরুদ্দিন, প্রাণগোপাল কুণ্ডু, জাহিদ হোসেন, আবুল বাশার ভূইয়া ও হাবিব রহমান আকন্দ।
মঙ্গলবার (২৫ মার্চ) জ্যাকসন হাইটসের সানাই পার্টি হলে এ আয়োজন করে ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখা’। এতে মুক্তিযোদ্ধাদের হাতে লাল গোলাপ ও গায়ে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেন মিঠুর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন মুক্তিযোদ্ধা লাবলু আনসার।
মুক্তিযোদ্ধা নুরুন্নবী বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধের সমর্থক ছিলেন ৯৯ শতাংশ প্রবাসী। কিন্তু দুঃখের বিষয় বর্তমানে প্রবাসীদের মধ্যে ভাঙন দেখা দিয়েছে। কীভাবে স্বাধীনতার চেতনাকে ভূলুণ্ঠিত করার অপচেষ্টা চালানো হচ্ছে, তা দেখে প্রবাসীরা কীভাবে চুপ রয়েছেন, তা আমার বোধগম্য নয়।’
অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা জিনাত নবী, শহীদ পরিবারের সন্তান ফাহিম রেজা নূর, স্বীকৃতি বড়ুয়া, ফাউন্ডেশনের নির্বাহী সদস্য নজরুল ইসলাম বাবুল ও স্বাধীনতা দিবস উদযাপনের জন্য গঠিত কমিটির প্রধান সমন্বয়ক মোহাম্মদ ফজলুল হক।
সমাবেশের শুরুতে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের পর একাত্তরের শহীদ স্মরণে নীরবতা পালন করা হয়।