নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) নির্বাহী পদ ক্যাপ্টেন পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি আমেরিকান একেএম শফিউল আলম প্রিন্স। শুক্রবার (২৮ এপ্রিল) সকালে কুইন্সের পুলিশ একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে পদোন্নতির সনদ তুলে দেন নিউইয়র্ক পুলিশের কমিশনার কিচেন্ট সিওয়েল। অনুষ্ঠানে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। প্রিন্স আলম সংগঠনটির বর্তমান সাধারণ সম্পাদক।
প্রায় ১৭ বছরের চাকরি জীবনে একেএম শফিউল আলম প্রিন্স অফিসার থেকে সার্জেন্ট, এরপর লেফটেন্যান্ট ও ক্যাপ্টেন পদে পদোন্নতি পান। বর্তমানে তিনি নিউইয়র্ক পুলিশের ট্রান্সপোর্টেশন ব্যুরোর ইন্টেগ্রিটি কন্ট্রোল অফিসার হিসাবে কর্মরত। প্রিন্স আলমের গ্রামের বাড়ি বাংলাদেশে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায়। তার বাবা একেএম শাহ আলম পেশায় একজন আইনজীবী ও মাতা জাহানারা আলম একজন গৃহিনী। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রিন্স আলম ২০০০ সালে যুক্তরাষ্ট্রে আসেন। কুইন্স বরো কমিউনিটি কলেজ থেকে ব্যবস্থাপনা এবং জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে ব্যাচেলর ডিগ্রি নেন তিনি। ক্রিমিনাল জাস্টিসে পড়াশোনার সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যোগদানের আগ্রহ প্রকাশ করেন। এরপর ২০০৬ সালে নিউইয়র্ক পুলিশের অফিসার পদে যোগ দেন প্রিন্স আলম। ব্যক্তিগত জীবনে প্রিন্স আলম বিবাহিত। স্ত্রী শর্মি আলম ও দুই সন্তান জুহেব ও জেইনকে নিয়ে বসবাস করছেন নিউইয়র্কের লং আইল্যান্ডে।
স্বামীর সাফল্যে খুব খুশী প্রিন্স আলমের স্ত্রী শর্মি আলম। তিনি বলেন, ‘আমার স্বামী অত্যন্ত পরিশ্রমী ও মেধাবী একজন কর্মকর্তা। আমি আমার স্বামীকে পুলিশের সর্বোচ্চ পদে দেখতে চাই।’
পদোন্নতির সনদ হাতে পাওয়ার পর প্রতিক্রিয়ায় প্রিন্স আলম বলেন, ‘আমি আমার কমিউনিটিকে সেবা দিতে চাই। মূলধারায় এগিয়ে নিতে চাই। এ কারণেই নিজেকে প্রস্তুত করছি। আমি পুলিশ বিভাগে সর্বোচ্চ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছি।’
বাপার মিডিয়া লিয়াজোঁ ডিটেকটিভ জামিল সারোয়ার জনি বলেন, ‘নিউইয়র্ক পুলিশে বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তাদের যথেষ্ট সুনাম রয়েছে। পুলিশ বিভাগে বাংলাদেশিরা অনেক ভাল করছেন।’
ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জামিল সারোয়ার জানান, এনওয়াইপিডিতে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন সহস্রাধিক বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা। তাদের মধ্যে এ পর্যন্ত ক্যাপ্টেন পদে পদোন্নতি পেয়েছেন পাঁচজন। এ পদটি পুলিশ বিভাগের নির্বাহী পদ। এর পরের পদগুলো, বিশেষ করে ডেপুটি ইন্সপেক্টর থেকে সর্বোচ্চ কমিশনার পদে নিয়োগ রাজনৈতিক বিবেচনায় হয়। অফিসার থেকে ক্যাপ্টেন পর্যন্ত পদোন্নতি হয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে।
শফিউল আলম প্রিন্স ক্যাপ্টেন পদে পদোন্নতি পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন বাপার প্রেসিডেন্ট কাপ্টেন কারাম চৌধুরী ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদুর সিদ্দিকী।