শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

নিউইয়র্ক পুলিশ বিভাগে খন্দকার আব্দুল্লাহসহ ছয় বাংলাদেশী আমেরিকানের পদোন্নতি

বুধবার, ডিসেম্বর ২৮, ২০২২

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে (এনওয়াইপিডি) ডেপুটি ইন্সপেক্টর পদে প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে পদোন্নতি পেয়েছেন খন্দকার আব্দুল্লাহ। একই সাথে এনওয়াইপিডিতে আরো পাঁচ বাংলাদেশী আমেরিকানের পদোন্নতি হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) এনওয়াইপিডির পুলিশ একাডেমিতে জমকালো অনুষ্ঠান করে তাদের হাতে সার্টিফিকেট তুলে দিয়েছেন পুলিশ কমিশনার।

এর আগে খন্দকার আব্দুল্লাহ নিউইয়র্ক সিটির ৬৯ প্রিসেংক্টে কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বাবা মায়ের সাথে অভিবাসী হয়ে ১৯৯৩ সালে তিনি আমেরিকায় আসেন। ক্রিমিন্যাল জাস্টিসে স্নাতক পাশ করা খন্দকার আবদুল্লাহ তার কাজের জন্য ইতিমধ্যে অনেকে পুরস্কার পেয়েছেন। সিলেটের বালাগঞ্জ থানার তালতলা গ্রামের প্রয়াত খন্দকারমদব্বির আলী ও মুহিবুন্নেসা চৌধুরীর ছেলে খন্দকার আবদুল্লাহ শিশুকালে আমেরিকায় এলেও এখনো সাবলীল বাংলায় কথা বলেন। পরিবার নিয়ে তিনি নিউইয়র্কের লং আইল্যান্ড এলাকায় বসবাস করেন।
 
লেফটেন্যান্ট পদে পদোন্নতি পেয়েছেন মনজুর এলাহী। এর আগে তিনি ম্যানহাটনের ২৫তম থানায় সার্জেন্ট হিসাবে ও ব্রঙ্কসের ৪২তম থানায় পুলিশ অফিসার হিসাবে কাজ করেছেন। মনজুর এলাহী ৯০ এর দশকের শুরুতে বাবা মায়ের সাথে যুক্তরাষ্ট্রে আসেন। তিনি জন জে কলেজ অফ ক্রিমিনালজাস্টিস থেকে ক্রিমিনাল জাস্টিস বিষয়ে স্নাতক পাশ করেন। তিনি নিউ ইয়র্কের সিটি কলেজে ইলেকটিকাল ইঞ্জিনিয়ারিংয়েও পড়াশোনা করেছেন ১৪ বছরের কর্ম জীবনে তিনি পেট্রোল সার্ভিস ব্যুরো ও কাউন্টার টেরোরিজম ব্যুরোসহ অনেক গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্টে কাজ করেছেন৷ এক সাক্ষাৎকারে মনজুর এলাহি বলেছেন, তিনি নিউ ইয়র্ক শহর ও নিউ ইয়র্কের জনগণের সেবা করতে পেরে খুব গর্বিত৷ তিনি একজন পুলিশ লেফটেন্যান্ট হিসাবে নিউইয়র্কারদের সেবা চালিয়ে যেতে চান। তিনি স্থায়ীভাবে তার মেয়ে লিয়াএলাহি ও পরিবারের সাথে নিউ ইয়র্কে থাকে। মনজুর এলাহী বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সাবেক ট্রাস্টি ও বর্তমানে বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) একজন সদস্য।

সার্জেন্ট পদ পদোন্নতি পেয়েছেন মেহেদী মামুন। তিনি যশোরের পদ্মবিলা নিবাসী রোকসানা বেগম ও মো. রবিউল ইসলামের ছেলে। তিন ভাই-বোনের মধ্যে তিনি পরিবারের বড় সন্তান। তিনি যশোর এমএম কলেজ থেকে স্নাতক পাশ করার পর ভাগ্য বদলাতে ২০০৫ সালে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। ২০০৬ সাল থেকেই কর্মরত আছেন নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের সাথে। ২০১৩ সাল পর্যন্ত ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্টহিসেবে নিউইয়র্ক শহরকে সেবা দেওয়ার পর সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ন হয়ে তিনি পুলিশ অফিসার হিসেবে পদোন্নতি পান। দায়িত্বে ছিলেন ৪৩ প্রিসেন্টে। ২০১৭ সাল থেকে তিনি নিষ্ঠার সাথে কাউন্টার টেররিজমে দায়িত্ব পালন করে আসছিলেন। মুকসিত ও মুনতাছির নামের দুই পুত্র সন্তান নিয়ে তার সুখী পরিবার। মেহেদী মামুন বর্তমানে বাপার কো-ট্রেজারারের দায়িত্বে আছেন। 

এ ছাড়া গৌতম কে কুন্ডু, জিনাত ফাতেমা, এমডি এ রহমান অ্যাসোসিয়েট ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট (ট্রাফিক সুপারভাইজার) পদে পদোন্নতি পেয়েছেন।

অনুষ্ঠানে বাপার সাবেক সভাপতি লেফটেন্যান্ট সুমন সাঈদ, অফিসার মামুন সরদার, জসিমমিয়া, অক্সিলারি লেফটেন্যান্ট এনায়েত আলী, সার্জেন্ট শেখ আহমেদ, অফিসার মালিক ও তাহের, সার্জেন্ট সাইদুর, অফিসার তালুকদার, সাইফুল ইসলাম ও রাজা উপস্থিত ছিলেন ।

পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়েছেন বাপার প্রেসিডেন্ট ক্যাপ্টেন কারাম চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদ সিদ্দিকী ও সেক্রেটারি লেফটেন্যান্ট একেএমআলম (প্রিন্স)।