মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫

শিরোনাম

নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়নস ক্লাবের নেতৃত্বে শাহ নেওয়াজ ও রাসেল

শনিবার, জুন ২৪, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়নস ক্লাব নির্বাচন মঙ্গলবার (২০ জুন) অনুষ্ঠিত হয়েছে। এতে কুইন্স কমিউনিটি বোর্ডের সদস্য শাহ নেওয়াজ সভাপতি এবং জেএফএম রাসেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২০ জুন) রাত দশটার পরে ভোট গ্রহণ শুরু হয়। এর আগে অনুষ্ঠিত হয় সংগঠনের সাধারণ সভা। ভোটের আগে সভায় কয়েকজন সদস্যের ভোটাধিকার না থাকায় তীব্র বিতর্ক দেখা দেয়। পাঁচজন সদস্য চাঁদা পরিশোধ করার পরও ভোটার তালিকায় তাদের নাম না থাকায় হৈচৈ শুরু হয়। এ জন্য সদস্যরা নির্বাচন কমিশন ও বিদায়ী প্রেসিডেন্টকে দায়ি করেন। সাধারণ সভা ও ভোট গ্রহণ পর্ব কোন অধিবেশনেই সাংবাদিকদের প্রবেশাধিকার ছিল না।

নির্বাচন পরিচালনার জন্য পাঁচ জনের নির্বাচন কমিশন কাজ করেছে। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সাইয়িদ। কমিশনের সদস্য ছিলেন মতিউর রহমান, মো. নাসির উদ্দীন, গিয়াস আহমেদ ও মঈন চৌধুরী।