সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

শিরোনাম

নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের কোষাধ্যক্ষ তপন ও ডাইরেক্টর পিন্টু

রবিবার, জানুয়ারী ২৬, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের কোষাধ্যক্ষ পদে মাসুদ রানা তপন ও ডিরেক্টর পদে মাঈনুদ্দিন পিন্টু নির্বাচিত হয়েছেন। ক্লাবের মাসিক সভায় আলোচনা সাপেক্ষে তারা নির্বাচিত হন।

গত মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টের পার্টি হলে এ সভার আয়োজন করা হয়।

রকি আলিয়ানের সভাপতিত্বে সভায় অংশ নেন ডিস্ট্রিক্ট গভর্নর টেরি পালাডিয়া, ফার্টস ডিস্ট্রিক্ট ভাইস গভর্নর আসেফ বারী টুটুল, রি-জোন চেয়ার ও ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, জোন চেয়ার মোহাম্মদ সাইদ, ভাইস প্রেসিডেন্ট আমেনা নেওয়াজ ও মুনমুন হাসিনা বারি, এস আলম, এফএমডি রকি, এমএন হায়দার মুকুট, শাহ শহিদুল হক, হাসান জিলানী ও আহমেদ সোহেল।

সভায় অধিকাংশ সমর্থনের মধ্য দিয়ে সাবেক কোষাধ্যক্ষ এফইএমডি রকির স্থলে নতুন কোষাধ্যক্ষ মাসুদ রানা তপন এবং মাসুদ রানা তপনের স্থলাভিষিক্ত হয়ে নতুন ডিরক্টর হন মাঈনুদ্দিন পিন্টু। এ সময় নতুন কোষাধ্যক্ষ ও ডিরেক্টরকে ডিস্ট্রিক্ট গভর্নর ট্যারি পালাডি শপথ বাক্য পাঠ করান।

সভায় ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ও রিজোন চেয়ার শাহ নেওয়াজকে ডিস্ট্রিক্ট ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রার্থীতা ঘোষণা করা হয়।