নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের বাংলাবাজারের আলআকসা পার্টি হলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মো. ইনামুল হক সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মন্জুর আহমদ, কমিউনিটির লিডার আব্দুস শহীদ।
মাওলানা মিজানুর রহমানের কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী মহিলা অংশ নেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোহান আহমদ টুটুল, সাংবাদিক শেখ শফিকুর রহমান, নুরে আলম জিকু, অধ্যক্ষ সানাউল্লাহ, শেখ জামাল হোসেন, আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রব হাওলাদার, শ্যামল চন্দ্র চন্দ, মিয়া মোহাম্মদ দাউদ, শাহীন কামালী, সাখাওয়াত আলী, এইচএম ইকবাল, কফিল উদ্দীন চৌধুরী, তুজাম্মল হেসেন, সৈয়দ রুহুল আলী, কবি আবু তাহের চৌধুরী, রেজা আব্দুল্লাহ।