বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

শিরোনাম

নিউইয়র্ক স্টেট সিনেট ও এসেম্বলিতে বাংলাদেশে ডে উদযাপন

বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট সিনেট ও এসেম্বলিতে বাংলাদেশ ডে উদযাপন করা হয়েছে। গত সোমবার (২৮ এপ্রিল) নিউইয়র্কের রাজধানী আলবানিতে ব্রঙ্কস বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন ব্রঙ্কসে বসবাসরত প্রবাসী বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ।

এ উপলক্ষে ব্রঙ্কস স্ট্রালিং বাংলাবাজার থেকে দুইটি বাসযোগে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ আলবানিতে যান। একটি বাসে নেতৃত্ব দেন আব্দুর রহিম বাদশা ও আব্দুস শহীদ এবঙ অপর বাসে আব্দুল হাসিম হাসনু ও মাহবুব আলম।

যাত্রাপথে বাংলাদেশের স্বাধীনতা বিষয়ক বক্তব্য দেন সিরাজউদ্দীন আহমদ সোহাগ, এডভোকেট নাসিরউদ্দিন, রোকন হাকিম, সাকাওয়াত আলী, ফরিদা ইয়াছমিন, সাঈদুর রহমান লিংকন, সাংবাদিক হাবিবুর রহমান, সাংবাদিক শেখ শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন, কবির উদ্দিন, মিয়া মোহাম্মদ দাউদ, অধ্যক্ষ মোহাম্মদ সানাউল্লাহ, নুরুল ইসলাম মিলন, কবি আবু তাহের
চৌধুরী, শামীম আহমেদ প্রমুখ।

দুপুর ১টায় পৌঁছে দুই পর্বের প্রথম পর্বে আলবানি সিনেট ভবনের তৃতীয় ফ্লোরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেট সিনেটর লুইস সেপুলভেদা, নাথালীয়া ফার্নান্ডজ, এসেম্বলিওম্যান কার্নেজ রায়াজ।

কমিটির চেয়ারম্যান আব্দুস শহীদের সভাপতিত্বে ও সদস্য সচিব শামীম মিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, জুনেদ চৌধুরী, আব্দুর রহিম বাদশা, মাহবুব আলম, আব্দুল হাসিব হাসনু, সামাদ মিয়া জাকেরিন, রোকন হাকিম, এন ইসলাম মামুন, শিল্পী রথীন্দ্র নাথ
রায়।

দ্বিতীয় পর্বে সিনেট অধিবেশনে রেজুলেশন গ্রহণ করা হয়। আলোচনা শেষে রেজুলেশনটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সবশেষে সিনেট ভবনের লবির বাহিরে বাংলাদেশ ডে উদযাপনে অংশগ্রহণকারীদের নিয়ে ফটোসেশন অনুষ্ঠিত হয়। এতে সিনেট মেজরিটি নেতা আন্দ্রেয়া স্টিওয়ার্থ কোজিন ও ব্রঙ্কস থেকে নির্বাচিত দুই সিনেটর লুইস সেপুলভেদা ও নাথালিয়া ফার্নান্ডেজ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ২০১১ সাল থেকে শুরু হয় নিউইয়র্ক স্টেট সিনেটে বাংলাদেশ ডে উদযাপন; যার নেতৃত্বে ছিলেন জাকির খান, গিয়াস উদ্দিনসহ তৎকালীন বাংলাদেশ কমিউনিটির নেতারা।