বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

শিরোনাম

নিউইর্য়কে এস্টোরিয়া ফ্রেন্ডস সোসাইটির দোয়া ও ইফতার মাহফিল

সোমবার, মার্চ ২৪, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্ক: ধর্মীয় ভাবগাম্ভীর পরিবেশে এস্টোরিয়া ফ্রেন্ডস সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ মার্চ) নিউইর্য়কের বৈশাখী রেস্টুরেন্টে এ আয়োজনে বিপুলসংখ্যক এস্টেরিয়াবাসী স্বপরিবারে উপস্থিত
ছিলেন ।

সংগঠনের সভাপতি আবুল বাশার মিললের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফেরদৌস আলম ও গাজী এস জুয়েলের পরিচালনায় অনুষ্ঠানে রমজানের আলোকে আলোচনা ও বিশেষ মোনাজাত করেন প্রধান উপদেষ্টা আবু তালেব চৌধুরি চান্দু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা সমিতির সভাপতি শামীম গফুর ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, কুমিল্লা সোসাইটির সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

মঞ্চে উপস্থিত ছিলেন ইফতার কমিটির আহ্বায়ক আজহারুল ইসহাক খোকা, নরসিংদী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কবির আহমেদ, নরসিংদী সমিতির সাধারণ সম্পাদক আহসানুল হক বাবুল, উপদেষ্টা আবদুর রহমান ও মফিজুল ইসলাম দুলাল, সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, গাজীপুর সোসাইটির
সাবেক সাধারণ সম্পাদক মোমেন সরকার, আবুল খায়ের আকন্দ, মফিজুল ইসলাম রুমী, তোফায়েল আহমেদ ও মনিরুল ইসলাম।

আজহারুল ইসহাক খোকা অনুষ্ঠান শুরুতেই অতিথি, উপদেষ্টা, কার্যকরী কমিটি ও সদস্যদের ইফতারে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান এবং অতিথিদের পরিচয় করিয়ে দেন।

আবুল বাশার মিলন সবার সন্তানদের ধমীয় শিক্ষা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।

ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিল এমএম জিন্নাহ, মাহমুদুল হাসান ও মীর জাকির।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সালাউদ্দিন খান তুহিন, আমিনুল খান, ফারুক রফিকী, শাহীনুল হাসান, সহিদুল ইসলাম, হাসান খান পিটুল, ওয়ারেস আলী, তাহমিনা নুপুর, জেসমিন চৌধুরি, সোভা বেগম, সুরাইয়া বেগম।

অনুষ্ঠানে সবাইকে বৈশাখীর স্পেশাল ইফতার এবং ভেজিটেবল খিচুড়ি ও বীফ কারী পরিবেশন করা হয় ।