নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: উত্তর আমেরিকায় পবিত্র শবে বরাত, রামাদান ও ঈদুল ফিতরের দিন-তারিখ সংক্রান্ত নিউইয়র্ক ঈদগাহর ঘোষণা দেয়া হয়েছে।
পবিত্র শবে বরাত অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে।
রামাদান শুরু হবে আগামী ১ মার্চ।
সম্ভাব্য ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে আগামী ৩০ মার্চ।
জ্যাকসন হাইটস ডাইভার্সিটি প্লাজায় বরাবরের মত সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১১ টায় এক ঘন্টা অন্তর অন্তর ঈদুল ফেতরের মোট ৫টি জামাত অনুষ্ঠিত হবে। এতে যুক্তরাষ্ট্র প্রবাসী সব বাংলাদেশী আমন্ত্রিত এবং সবাইক মাহে রামাদান ও ঈদুল ফেতরের আগাম শুভেচ্ছা।
প্রতিকূল আবহাওয়ায় জামাতগুলো কাবাব কিং হলের দুই তলায় অনুষ্ঠিত হবে।