শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

নিউজিল্যান্ড সফর/স্পিনারদের নৈপুন্যে হোয়াইটওয়াশ এড়াল পাকিস্তান

রবিবার, জানুয়ারী ২১, ২০২৪

প্রিন্ট করুন

ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড: স্পিনারদের নৈপুন্যে নিউজিল্যান্ডের কাছে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়েছে সফরকারী পাকিস্তান ক্রিকেট দল। রোববার (২১ জানুয়ারি) সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে পাকিস্তান ৪২ রানে হারিয়েছে নিউজিল্যান্ডকে।

প্রথমে ব্যাট করে ১৩৪ রানের সংগ্রহ পায় পাকিস্তান। এরপর পাকিস্তানের তিন স্পিনার ছয় উইকেট শিকার করলে ৯২ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। টি-২০তে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমে ব্যাটিং করে সবচেয়ে কম রানের পুঁজি নিয়ে কোন দলের ম্যাচ জয়ের রেকর্ড এটি। প্রথম চার ম্যাচ জয়ে সিরিজ ৪-১ ব্যবধানে জিতল নিউজিল্যান্ড।

ক্রাইস্টচার্চে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে পাকিস্তান। রানের খাতা খোলার পূর্বে নিউজিল্যান্ড পেসার টিম সাউদির শিকার হন ওপেনার অভিষিক্ত হাসেবুল্লাহ খান। দ্বিতীয় উইকেটে বাবর আজমকে নিয়ে ৫৬ বলে ৫৩ রান যোগ করেন আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান। জুটিতে একটি চারে ২৪ বলে ১৩ রান করে ফিরেন দুই বার জীবন পাওয়া বাবর।
বাবর ফেরার পর ফখর জামানকে নিয়ে ১৯ বলে ৩৪ রান যোগ করেন রিজওয়ান। চারটি ছক্কা ও একটি চারে ১৬ বলে ৩৩ রান করা আগ্রাসী জামানকে আউট করেন সাউদি। জামানের আউটের পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত আট উইকেটে ১৩৪ রানের সংগ্রহ পায় পাকিস্তান। রিজওয়ান ৩৮ বলে ৩৮, শাহিবজাদা ফারহান ১৯ ও আব্বাস আফ্রিদি অপরাজিত ১৫ রান করেন। নিউজিল্যান্ডের সাউদি-হেনরি-ফার্গুসন ও সোধি দুটি করে উইকেট নেন।

১৩৫ রানের উত্তরে পাওয়ার প্লেতে ৩৫ রানে দুই উইকেট হারায় নিউজিল্যান্ড। তৃতীয় উইকেট জুটি গড়ার চেষ্টা করেন টিম সেইফার্ট ও উইল ইয়ং। ১২ রান করা ইয়ংকে বিদায় দিয়ে ২৩ রানের জুটি ভাঙেন পাক স্পিনার মোহাম্মদ নাওয়াজ। দলীয় ৫৩ রানে তৃতীয় ব্যাটার হিসেবে ইয়ং ফেরার পর নিউজিল্যান্ডের ইনিংসের মাঝের ওভারে তিন উইকেট তুলে নেন ইফতিখার। শেষ পর্যন্ত ১৭ দশমিক দুই ওভারে ৯২ রানে অলআউট হয় কিউইরা। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন গ্লেন ফিলিপস। টি-২০তে ঘরের মাঠে দ্বিতীয় বারের মত ১০০’র নিচে গুটিয়ে গেল নিউজিল্যান্ড। পাকিস্তানের ইফতিখার তিনটি, নাওয়াজ-আফ্রিদি দুইটি ও উসামা মির একটি করে উইকেট নেন।

ম্যাচ সেরা নির্বাচিত হন পাকিস্তানের ইফতিখার ও সিরিজ সেরা হন নিউজিল্যান্ডের ফিন অ্যালেন।