নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিউ আমেরিকান ভোটার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, নির্বাহী বোর্ড ও পরিচালনা পর্ষদের অভিষেক হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৮ জুন) নিউইয়র্কের কুইন্সের ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনা হলে ১৬তম অ্যানুয়াল ডিনার ড্যান্স ও অ্যাওয়ার্ডস ‘স্যালুট টু পাবলিক সার্ভিস’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০২৩-২০২৪ সালের জন্য সংগঠনের কর্মকর্তা ও নির্বাহী বোর্ডের নির্বাচিতরা হলেন প্রেসিডেন্ট ড. দিলীপ নাথ, ভাইস প্রেসিডেন্ট নবরাজা কেসি, ডাও ইয়িন ও ড. বর্ণালী হাসান, এক্সিকিউটিভ ডিরেক্টর জুলিয়ান ইয়ানেজ, ট্রেজারার অমর দয়াল, রেকর্ডিং সেক্রেটারি, ডিরেক্টর (পলিটিক্যাল অ্যাকশন) চাক মোহান, ডিরেক্টর (কমিউনিটি অর্গানাইজিং) জিনি প্রসাদ, ডিরেক্টর (ডিজিটাল মার্কেটিং) শেখ গালিব রহমান, ডিরেক্টর (মিডিয়া অ্যান্ড প্রেস) কেভিন রোমেরো এবং ডিরেক্টর (মেম্বারশিপ) ল্যাম্ব্র ল্যান্স।
পরিচালনা পর্ষদের নির্বাচিতরা হলেন চেয়ারম্যান হরি শুকলা, পরিচালক শোরাফ সরকার, রোকেয়া গ্র্যান্ট, দিপা নাথ, সাইফুল্লাহ ভূঁইয়া, হ্যালিং চেন, মাধবী ঘোষ, শ্যাম কার্কি, শীলা আশা, নিবেদীতা চন্দ্রাপ্পা, নিল ত্রিবেদী এবং ক্রিস্টোফার।
উপদেষ্টা পরিষদের নির্বাচতরা হলেন প্রধান উপদেষ্টা এলিজাবেথ ক্রাউলি, উপদেষ্টা লোইস মারবাচ, রোন্ডা বিন্দা, ড. মাসুদুল হাসান, ড. ধনঞ্জয় সি সাহা, মোস্তফা ইলশিখ, রাঘবীর সিং, জোহানা কারমোনা, প্রতাপ দাস, পীযূষ প্যাটেল, হর্ষ পারেখ, ট্যামি ওশেরভ, রিচার্ড ড্যাভিড, মোহাম্মদ আলী, পোত্রিয়ানকামানিস কুয়ানো নুর, আব্দুররহমান ডায়ালো, ফাহাদ সোলায়মান, জার্নাল সিং এবং ইভ চো গুলারগান।
অনুষ্ঠানে মেইন স্ট্রিম নেতা গ্রেস মেং, মেলিন্ডা ক্যাটস, শেখর কৃশন, এলিজাবেথ ক্রাউলিসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।